এক্সপ্লোর
Lifestyle:চুলের স্টাইলিংয়ে প্রায়ই 'হিট' ব্যবহার করেন? হতে পারে ক্ষতি, ইঙ্গিত গবেষণায়
Heat With Hair Styling: বহু সময়ই চুলের স্টাইলিংয়ে ব্যবহার করতে লাগে 'হিট'। হালের এক গবেষণায় অশনি সঙ্কেত, চুলের সজ্জায় এই 'হিট'-র ব্যবহার মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।
চুলের স্টাইলিংয়ে প্রায়ই 'হিট' ব্যবহার করেন? হতে পারে ক্ষতি, ইঙ্গিত গবেষণায়
1/8

ইচ্ছা হলে কোনও দিন চুল থাকবে 'সিল্কি স্ট্রেট', চাইলে আবার 'কার্লি'। চুলের সাজসজ্জার এমন হরেক প্রসাধনী ও যন্ত্র এখন প্রায় আমাদের সাধ্যের মধ্যে। কিন্তু এসব ক্ষেত্রে বহু সময়ই চুলে ব্যবহার করতে লাগে 'হিট'। হালের এক গবেষণায় অশনি সঙ্কেত, চুলের সজ্জায় এই 'হিট'-র ব্যবহার মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।
2/8

এমনিতে চুল শুকোনোর জন্য হেয়ার ড্রায়ারের ব্যবহার নতুন নয়। তবে হালেই এসিএসের 'এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি'-তে প্রকাশিত একটি গবেষণাপত্র বিষয়টির সম্ভাব্য কুফলের ইঙ্গিত দিয়েছে।
Published at : 29 Nov 2023 06:35 AM (IST)
আরও দেখুন






















