এক্সপ্লোর
Lifestyle:প্রত্যেক দিনের ডায়েটে কেন Oolong Tea রাখা দরকার?
Benefits Of Oolong Tea:স্বাদে-গন্ধে মনোহর আবার একই সঙ্গে স্বাস্থ্যকর কোনও উষ্ণ পানীয়ের খোঁজ করছেন? একবার 'উলং টি ' ট্রাই করে দেখবেন নাকি?
প্রত্যেক দিনের ডায়েটে কেন Oolong Tea রাখা দরকার?
1/8

স্বাদে-গন্ধে মনোহর আবার একই সঙ্গে স্বাস্থ্যকর কোনও উষ্ণ পানীয়ের খোঁজ করছেন? একবার 'উলং টি (Oolong tea)' ট্রাই করে দেখবেন নাকি? চিনে এই চায়ের প্রচলন বহু পুরনো। স্বাদ ও স্বাস্থ্য দুদিকেরই খেয়াল রাখে Oolong tea, মনে করেন বিশেষজ্ঞদের অনেকে। (ছবি:PIXABAY)
2/8

Oolong tea জিনিসটি কী? সহজ করে বলতে গেলে, 'গ্রিন টি' এবং বাঙালির চেনা 'ব্ল্যাক টি'-র মাঝামাঝি কোথাও এর অবস্থান। যে ভাবে এটি তৈরি হয়, স্বাদ-গন্ধের স্বাতন্ত্র্যের গোপন কথা সেখানেই লুকিয়ে। (ছবি:PIXABAY)
Published at : 23 Feb 2024 06:05 AM (IST)
আরও দেখুন






















