এক্সপ্লোর
High-Protein Salads: প্রোটিনে ভরপুর সুস্বাদু স্যালাড, চনমনে রাখবে সারাদিন
ছবি: পিক্সাবে।
1/11

নতুন বছরে ওজন ঝরানোর পণ ছিল। তেল-ঝাল না ছোঁওয়ার প্রতিজ্ঞাও ছিল অনেকের। কিন্তু দু’মাস কাটতে চললেও এখনও ধারেকাছে পৌঁছতে পারিনি প্রায় সকলেই। ব্যস্ততা, ক্লান্তিবোধ, বাড়তি ঝামেলা, অজুহাতের ফিরিস্তিও কম নেই হাতে।
2/11

আবার স্যালাড খেয়ে কাঁহাতক টানা যায়, এমন যুক্তিও দিয়ে থাকি আমরা। কিন্তু স্যালাড যদি একই সঙ্গে সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয়, সে ক্ষেত্রে অনুযোগের সুযোগ থাকে না।
Published at : 23 Feb 2022 03:39 PM (IST)
আরও দেখুন






















