এক্সপ্লোর
Gum Infection: মাড়িতে সংক্রমণ? বাড়ছে হৃদরোগের ঝুঁকিও, ইঙ্গিত গবেষণায়
Health Tips: শুধুমাত্র ডায়েট বা শরীরচর্চা নয়। নজর রাখতে হবে মাড়ির স্বাস্থ্যের দিকেও।
নিজস্ব চিত্র
1/10

মাড়ির সমস্যা থাকলে দাঁতের সমস্য়া হয়। পিরিওডনটিটিস (Periodontitis) নামে মাড়ির একটি রোগ রয়েছে। যার জন্য দাঁতের (Teeth) একাধিক সমস্যা হয়। মুখে দুর্গন্ধের সমস্যা থেকে দাঁত থেকে রক্তপাতের মতো সমস্যা হতে পারে, এতদিন পর্যন্ত এটাই জানা ছিল। এবার উঠে এল বড়সড় উদ্বেগের খবর।
2/10

মাড়ির রোগের কারণে হতে পারে হৃদযন্ত্রের সমস্যাও। নতুন একটি গবেষণায় এমনই দাবি করা হয়েছে। যার পরে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখা নিয়ে নতুন করে ভাবার মতো সময় এসেছে বলেই মনে করছেন অনেকে।
Published at : 29 Jan 2023 04:03 PM (IST)
আরও দেখুন






















