এক্সপ্লোর
Sun Burn : ঘরোয়া উপায়ে দূর করুন সান বার্নের কালো দাগ

প্রতীকী ছবি
1/9

সান বার্নের কালো দাগ দূর করার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন ওটসের। তাঁরা বলছেন, জলের সঙ্গে ভিজিয়ে রাখা ওটস মিশিয়ে স্নান করতে।
2/9

রোদের পোড়া কালো দাগ দূর করতে বেকিং সোডারও জুড়ি মেলা ভার। জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে স্নান করলে ত্বকের অনেক সমস্যা দূর হয়।
3/9

রোদে পোড়া জায়গায় ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না যেন। কারণ, সান বার্নের ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। সেই সময়ে ত্বকের আর্দ্রভাব বজায় রাখতে ময়শ্চারাইজার ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
4/9

শরীর সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে জল খাওয়া খুবই জরুরি। সান বার্নের হাত থেকে বাঁচতে আরও বেশি জল পান করুন।
5/9

রোদে পোড়া ত্বক জ্বালা করতে পারে। তাই সেই জায়গায় বরফের টুকরো ব্যবহার করুন।
6/9

এর পাশাপাশি ফলের রসও খেতে পারেন। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যে কোনও মরশুমি ফলের রস খাওয়ার।
7/9

সান বার্নের হাত থেকে মুক্তি দিতে নারকেল তেলের বিকল্প হয় না। সমস্যার জায়গায় নারকেল তেল ব্যবহার করুন।
8/9

সাধারণত শরীরের খোলা অংশে সান বার্ন দেখা দেয়। তাই চেষ্টা করুন যতটা সম্ভব ঢাকা পোশাক পরে রোদে বেরোতে। আর সঙ্গে ছাতা নিতে ভুলবেন না।
9/9

সান বার্ন হলে কখনওই গরম জলে স্নান করবেন না। বেশি পরিমাণে ঠান্ডা জলে স্নান করুন।
Published at : 01 Aug 2021 08:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
