এক্সপ্লোর
Lifestyle:ওজন ঝরাতে পুদিনা দেওয়া চা 'ট্রাই' করেছেন?
Peppermint Tea And Weight Loss:এটা-ওটা-সেটা নানা রকম করেও ওজন কিছুতেই বাগে আনা যাচ্ছে না? পুদিনা দেওয়া চা ট্রাই করে দেখবেন নাকি?
ওজন ঝরাতে পুদিনা দেওয়া চা 'ট্রাই' করেছেন?
1/8

এটা-ওটা-সেটা নানা রকম করেও ওজন কিছুতেই বাগে আনা যাচ্ছে না? পুদিনা দেওয়া চা ট্রাই করে দেখবেন নাকি?
2/8

পুদিনা দেওয়া চায়ের গন্ধ এমনিতেই প্রাণ-মন জুড়িয়ে দেয়। তবে এর আরও কিছু গুণাগুণ রয়েছে, মনে করেন অনেকে।
3/8

প্রথমত, এটি একটি লো-ক্যালরি পানীয়। খিদে নিয়ন্ত্রণ করে ওজন ঝরাতে সাহায্য করা এর অন্যতম কাজ।
4/8

পুদিনা-চা পান করলে দেহের তাপমাত্রা বাড়তে পারে যা কিনা পরোক্ষ ভাবে বিপাক ক্রিয়ার হার বাড়ায়।
5/8

হজমে সহায়ক। এর মধ্যে থাকা মেথানল হজমে সাহায্য করে, কোষ্ঠ পরিষ্কার করতেও জরুরি ভূমিকা রয়েছে এই উপাদানের।
6/8

চায়ের মধ্যে পুদিনার গন্ধ খিদের অনুভূতি অনেকটাই কমিয়ে দেয়, বিশ্বাস বিশেষজ্ঞদের।
7/8

এই চা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য় করে যা কিনা আখেরে ওজন ঝরানোর জন্য জরুরি।
8/8

তবে একটি বিষয় মনে রাখা দরকার। সকলের ক্ষেত্রে পুদিনা দেওয়া চা একই রকম কার্যকরী নাও হতে পারে। তাই কোনও অসুবিধা হলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া দরকার।
Published at : 18 Jul 2023 11:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























