এক্সপ্লোর
Lifestyle:বাড়িতে মশার উপদ্রব কমাবেন কী ভাবে? এই উপায়গুলি 'ট্রাই' করেছেন?
Mosquito Control Technique: বাড়িতে মশার উপদ্রব? কয়েল, স্প্রে ও লিকুইড ছাড়াও একাধিক অন্য উপাদান ব্যবহার করেও কমানো যায় এই দৌরাত্ম্য, বলছেন বিশেষজ্ঞরা।
বাড়িতে মশার উপদ্রব কমাবেন কী ভাবে? এই উপায়গুলি 'ট্রাই' করেছেন? (ছবি:PIXABAY)
1/8

বিকেল নামতে না নামতেই ভনভনিয়ে ঢুকে পড়ে ওরা। কোনও না কোনও ফাঁক গলে কখনও বাথরুম, কখনও আবার রান্নাঘর। তার পর, ভোর না হওয়া পর্যন্ত, কানের কাছে চলে সুর করে 'গান' চলে। সঙ্গে কামড়। কামড় মানে সেখান থেকে ডেঙ্গি, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার আশঙ্কা। এখান থেকে বাঁচার উপায়? (ছবি:PIXABAY)
2/8

একাধিক উপাদান ব্যবহার করে মশা তাড়ানো যেতে পারে। সবথেকে আশার কথা হল, এই উপাদানগুলির বেশিরভাগই আমাদের হাতের কাছে থাকে। যেমন ধরুন, কর্পূর। দরজা-জানলা বন্ধ করে কর্পূর জ্বালিয়ে দিলে আধঘণ্টার মধ্যে মশার উপদ্রব অনেকটাই কমে যাবে।
Published at : 09 Jan 2024 09:38 PM (IST)
আরও দেখুন






















