এক্সপ্লোর
Skincare Tips:শীত মানেই চামড়ায় রুক্ষ্মতা, কী ভাবে আটকাবেন ত্বকের সমস্যা?
Winter And Skin Care:রোদের তেজ কমে গিয়েছে, তাপমাত্রাও নিচের দিকে। ভোরের দিকে কম্বল জড়িয়ে রাখলে আরাম হয়। এককথায়, শীত এসে গিয়েছে। তার অর্থ, চামড়ায় রুক্ষ্ম ভাব-সহ একাধিক সমস্যা।
শীত মানেই চামড়ায় রুক্ষ্মতা, কী ভাবে আটকাবেন ত্বকের সমস্যা?
1/9

রোদের তেজ কমে গিয়েছে, তাপমাত্রাও নিচের দিকে। ভোরের দিকে কম্বল জড়িয়ে রাখলে আরাম হয়। এককথায়, শীত এসে গিয়েছে। তার অর্থ, চামড়ায় রুক্ষ্ম ভাব-সহ একাধিক সমস্যা।
2/9

ত্বকের যত্ন কোনও একদিনের ব্যাপার নয়, এ কথা প্রায়ই বলেন বিশেষজ্ঞরা। তবে শীতের সময় ত্বকের যত্নের কথা আলাদা ভাবে মাথায় রাখা দরকার, সঙ্গে একথাও মনে করান। সে জন্য প্রথমেই ত্বকের সবচেয়ে বাইরের অংশ বা 'স্ট্রেটাম করনিয়াম' সম্পর্কে জানা দরকার।
Published at : 14 Dec 2023 08:43 PM (IST)
আরও দেখুন






















