By : ABP Ananda | Updated at : 29 Jul 2023 11:27 AM (IST)
নারকেলের উপকারিতা
1/10
নারকেল ওজন কমাতে সাহায্য করে। কারণ এতেপ্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। তবে অতিরিক্ত নারকেল খেলে আবার ওজন বাড়তেও পারে। কারণ এতে স্যাচুরেটেড ফ্যাট থাকে।
2/10
নারকেলে বেশি ক্যালোরি থাকায় তা দ্রুত শরীরে শক্তি যোগায়। তাই ক্লান্তি ও খিদেতে নারকেল খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যাবে।
3/10
হার্ট ভাল রাখতে নারকেল একটি উপকারী খাদ্য। এটি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হৃদরোগের সমস্যা দূর করে।
4/10
নারকেল রক্তের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ কারণে ডায়াবেটিস রোগীরাও পরিমিত নারকেল খেতে পারেন।
5/10
নারকেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে যা হাড়ের উন্নতি সাধন করে। যা দাঁতের স্বাস্থ্যও ভাল রাখে। একইসঙ্গে অস্ট্রিওপোরেসিস, অস্ট্রিওআর্থারাইটিস ও যে কোনো হাড়ের ব্যাধি সারায়।
6/10
হজম প্রক্রিয়ায় সহায়তা করে নারকেল। এতে থাকা ভিটামিন, মিনারেল ও অ্যামিনো অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায়।
7/10
নারকেলের দুধ লিভারের স্বাস্থ্য ভাল রাখে। একইসঙ্গে হেপাটাইটিস সি, জন্ডিস ও লিভারের বিভিন্ন অসুখ সারাতে নারকেল দুধ কার্যকরী।
8/10
বিভিন্ন অসুখ সারাতে নারকেল দুধ কার্যকরী। নিয়মিত নারকেল খেলে স্তন ক্যানসার, কোলন ক্যানসারসহ অন্যান্য ক্যানসারেরও ঝুঁকি কমে।
9/10
রূপচর্চায় নারকেল তেলের বিশেষ ভূমিকা রয়েছে । চুল এবং ত্বকের পরিচর্চায় নারকেল তেল ব্যবহারে ভাল ফল মিলবে। তবে অতিরিক্ত তেল মাখলে অ্যালার্জির সমস্যা হতে পারে।
10/10
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে নারকেল। নিয়মিত নারিকেল খেলে ত্বক কোমল ও সুন্দর হয়। এছাড়াও নারকেল খেলে ত্বকে বলিরেখা পড়ে না।