এক্সপ্লোর
Menstrual Hygiene Day: 'ঋতুচক্র নিয়ে আরও কথা বলুন, সচেতনতা বাড়বে', বলছেন তারকারা
'ঋতুচক্র নিয়ে আরও কথা বলুন, সচেতনতা বাড়বে', বলছেন তারকারা
1/7

আজ বিশ্ব ঋতুস্রাব দিবস। সোশ্যাল সাইটে বিভিন্ন তারকারা সরব হয়েছেন ঋতুস্রাব সংক্রান্ত স্বাস্থ্যবিধি নিয়ে। বিভিন্ন অস্বাস্থ্যকর অভ্যাস থেকে বেরোনোর কথা বলেছেন অনেকেই। অনেকে আবার নিয়েছেন রেড ডট চ্যালেঞ্জও।
2/7

আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করেন মানুসী চিল্লার। রেড ডট চ্যালেঞ্জ এই এই ছবিগুলির বিশেষত্বই হল সাদা কালো ছবিতে কেমন হাতের বিন্দুটি লাল। ঋতুস্রাব সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা ও এই বিষয় নিয়ে কথা বলাটাই এই ক্যাম্পেনটিল লক্ষ ছিল। ২০২০ সাল থেকে অনেক তারকারাই যোগ দিয়েছেন এই সচেতনতা মূলক প্রচারে।
Published at : 28 May 2021 07:28 PM (IST)
আরও দেখুন






















