এক্সপ্লোর
Celebrities Update: কেউ হিরের গয়না, কেউ গাড়ি, বলিউড অভিনেত্রীরা স্বামীর কাছ থেকে পেয়েছেন এমনই মহার্ঘ সব উপহার

bollywood actresses got luxury gift from their husband
1/5

বলিউড তারকাদের সম্পর্কে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। পর্দার বাইরেও তাঁদের ব্যক্তিগত জীবনও অনেক সময়ই বিনোদন দুনিয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসে। যেমন, বলিউডের অনেক অভিনেত্রীরাই তাঁদের স্বামীর কাছ থেকে পাওয়া মহার্ঘ উপহার নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন। বিদ্যা বালন থেকে শুরু করে শিল্পা শেট্টির মতো তারকাদের নাম এই তালিকায় রয়েছে।
2/5

কাজল-সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অজয় দেবগন তাঁর অভিনেত্রী স্ত্রী কাজলকে দামী উপহার দেওয়ার কারণে আলোচনার কেন্দ্রে এসেছিলেন। জানা যায়, মেয়ে নাইসার জন্মের পর অজয় কাজলকে একটি মার্সিডিজ উপহার দিয়েছিলেন। কাজল যখন ৩৪ বছরে পা দিয়েছিলেন, তখন অজয় তাঁকে অডি কিউ ৭-এর মতো বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন।
3/5

বিদ্যা বালন-অভিনত্রী বিদ্যা বালনের স্বামী সিদ্ধার্থ রয় কপূর অভিনেত্রীকে একটি আলিশান বাড়ি উপহার হিসেবে দিয়েছিলেন। সিদ্ধার্থ ও বিদ্যা জুহুতে এক আলিশান সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টে থাকেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওই অ্যাপার্টমেন্ট সিদ্ধার্থ স্ত্রীকে উপহার হিসেবে দিয়েছিলেন। এর দাম কয়েক কোটি টাকা।
4/5

রানি মুখার্জী-অভিনেত্রী রানি মুখার্জীর বিয়ে হয় চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১২-তে সম্পর্ক চলাকালীন উপহার হিসেবে আদিত্য বিলাসবহুল গাড়ি অডি এ৮ ডব্লু ১২ উপহার হিসেবে দিয়েছিলেন। ওই গাড়ির দাম ১.২৫ কোটি টাকা।
5/5

শিল্পা শেট্টি- শিল্পা শেট্টির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রাও তাঁর স্ত্রীকে মহার্ঘ উপহার দিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রাজ কুন্দ্রা তাঁর স্ত্রীকে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফায় একটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন। এই অ্যাপার্টমেন্টের সঙ্গে তিন কোটি টাকার হিরের অলঙ্কার, কয়েকটি গাড়িও রাজ স্ত্রীকে উপহার দিয়েছেন বলে খবর।
Published at : 13 Jul 2021 04:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
