এক্সপ্লোর
Lifestyle:গরম মানেই ঘরে-বাইরে সান স্ক্রিন?
Sun Screen And Skincare:গরমকাল মানেই ঘাম, সঙ্গে তীব্র অস্বস্তি। এই সময় সূর্যের প্রখর আলো দেহের যে অংশে সরাসরি এসে লাগে, সেই ত্বকের নিরাপত্তার দিকে কতটা নজর দিই আমরা?
গরম মানেই ঘরে-বাইরে সান স্ক্রিন?
1/8

গরমকাল মানেই ঘাম, সঙ্গে তীব্র অস্বস্তি। শরীর সুস্থ রাখতে এই সময় বেশি করে জল ও জলীয় পদার্থ সেবনের উপর জোর দেন বিশেষজ্ঞরা। কিন্তু সূর্যের প্রখর আলো এই সময়ে দেহের যে অংশে সরাসরি এসে লাগে, সেই ত্বকের নিরাপত্তার দিকে কতটা নজর দিই?
2/8

গ্রীষ্মকালে ত্বকের নিরাপত্তায় সানস্ক্রিনের ব্যবহার অত্য়াবশ্যক বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু বাইরে নয়, ঘরের ভিতরেও এটির ব্যবহার জরুরি।
Published at : 26 May 2023 07:51 PM (IST)
আরও দেখুন






















