এক্সপ্লোর
Zika Virus: জিকা সংক্রমণ কতটা বিপজ্জনক? উপসর্গ কী কী? সতর্ক হবেন কী ভাবে?
Zika Update: মশার মাধ্যমেই এর সংক্রমণ ছড়ায়। এডিস মশা এই ভাইরাসের বাহক। এই মশাই ডেঙ্গি এবং চিকুনগুনিয়া সংক্রমণের জন্যও দায়ী।
নিজস্ব চিত্র
1/10

কর্নাটকে সামনে এসেছে জিকা ভাইরাসের সংক্রমণের ঘটনা। এক শিশুর আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর আগে ভরা কোভিড সংক্রমণের মাঝেও মহারাষ্ট্রে জিকা সংক্রমণের খোঁজ মিলেছিল। সেই সময় পশ্চিমবঙ্গেও জিকা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। ফের ঘুরে এল জিকা-আতঙ্ক।
2/10

জিকা ভাইরাস মশাবাহিত। মশার মাধ্যমেই এর সংক্রমণ ছড়ায়। এডিস মশা এই ভাইরাসের বাহক। এই মশাই ডেঙ্গি এবং চিকুনগুনিয়া সংক্রমণের জন্যও দায়ী।
Published at : 13 Dec 2022 10:36 PM (IST)
আরও দেখুন






















