এক্সপ্লোর
Kasuri Methi Health Benefits: স্বাদ-গন্ধের জন্য রান্নায় দেন, জানেন এই বিশেষ মেথির কী কী গুণ রয়েছে?
Kasuri Methi Use: রান্নায় স্বাদ এবং সুগন্ধের জন্য অনেকেই কসৌরি মেথি ব্যবহার করেন। এই মশলার রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। কসৌরি মেথি খেলে কীভাবে আপনার শরীর-স্বাস্থ্য ভাল থাকবে, জেনে নিন।

কসৌরি মেথি খেলে কীভাবে ভাল থাকবে শরীর স্বাস্থ্য?
1/10

রান্নায় সুগন্ধ আনে কসৌরি মেথি। বেশ অন্যরকমের স্বাদও হয় এই বিশেষ মেথির ব্যবহারে। এর পাশাপাশি কসৌরি মেথির রয়েছে অনেক গুণ।
2/10

প্রতিদিনের রান্নায় অল্প পরিমাণে কসৌরি মেথি ব্যবহার করলে এবং সেই খাবার খেলে কী কী উপকার পাবেন আপনি, একনজরে দেখে নিন।
3/10

এমনি মেথি ভেজানো জল খেলে যেমন উজ্জ্বল হয় আমাদের ত্বক, দূর হয় কালচে দাগছোপ, ব্রনর সমস্যা, তেমনই কসৌরি মেথি খাওয়াও ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল।
4/10

কসৌরি মেথিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ আমাদের ত্বককে যাবতীয় র্যাশ, চুলকানি, ব্রন, ইনফেকশন থেকে দূরে রাখে। বাড়ায় ত্বকের জেল্লাও।
5/10

কসৌরি মেথি খেলে বদহজমের সমস্যা দূর হয়। এই গুণ এমনি মেথির মধ্যেও রয়েছে।
6/10

কসৌরি মেথিতে ফাইবারের পরিমাণ বেশি থাকার ফলে এই উপকরণ খেলে বদহজমের সঙ্গে সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়।
7/10

চুলের জন্য মেথি সবসময়েই ভাল। মেথি তেল চুলের বৃদ্ধি ঘটায়। নতুন চুল গজাতেও সাহায্য করে। এমনি মেথির এইসব গুণগুলি রয়েছে কসৌরি মেথির মধ্যেও।
8/10

কসৌরি মেথি মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে পুষ্টির জোগান দেয়। এর পাশাপাশি দূর করে খুশকির সমস্যা। এছাড়াও চুল লম্বায় বাড়াতে এবং চুল পড়ার সমস্যা কমাতে ও নতুন চুল গজানোর ক্ষেত্রেও দারুণ ভাবে সাহায্য করে কসৌরি মেথি।
9/10

কসৌরি মেথি খেলে নিয়ন্ত্রণে থাকে ব্লাড সুগারের মাত্রা। এর পাশাপাশি হৃদযন্ত্রের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখে কসৌরি মেথি। কমায় কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার।
10/10

ওজন কমাতে দারুণ ভাবে সাহায্য করে কসৌরি মেথি। এর পাশাপাশি এই বিশেষ ধরনের মেথি খেতে পারলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটিও বাড়বে।
Published at : 17 Mar 2025 11:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
