এক্সপ্লোর
Kitchen Hacks: বাসনে হলদে ছোপ, তেল-মশলার দুর্গন্ধ দূর করবে ছোট্ট এই ফলের কয়েক ফোঁটা রস
Daily Lifestyle Tips: বাসনের হলদে ছোপ, পোড়া দাগ, তেল-মশলার গন্ধ দূর করতে কোন ফলের রস ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন, দেখে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। রান্না করার পর বাসন ধুয়ে নেওয়া একটা বড় কাজ। বেশিরভাগ সময়েই দূর হতে চায় না তেল মশলার দাগ, দুর্গন্ধ।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। এক্ষেত্রে দারুণ কাজে লাগে পাতিলেবুর রস। আর আমাদের সকলের বাড়িতেই প্রায় পাতিলেবু থাকে। তাই এই উপকরণ জোগাড় করাও বিশেষ সমস্যার নয়।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। যেকোনও ধরনের বাসন ধোওয়ার সময়েই আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন। তার সঙ্গে লিকুইড সোপ বা সাবান ব্যবহার করতে পারলে ভাল।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। লেবুর রস আপনার বাসন থেকে তেলের দাগছোপ দূর করবে সহজে। তেলাভাব বজায় থাকবে না বাসনে।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। এছাড়াও বাসন পুড়ে গেলে, সেই পোড়া কাল দাগ দূর করতেও দারুণ ভাবে কাজে লাগে পাতিলেবুর রস।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। মশলার দাগছোপ অনেক সময়েই একদম বসে যায় বসনে। এইসব দাগ দূর করতেও ভরসা রাখুন পাতিলেবুর রসের উপর।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। রান্না করা বাসন সঙ্গে সঙ্গে না মেজে রেখে দিলে দুর্গন্ধ হতে বাধ্য। এই দুর্গন্ধ এক নিমেষে দূর করে দেয় পাতিলেবুর রস।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। একটা কাচের বাটিতে লিকুইড সাবান আর লেবুর রস ভালভাবে মিশিয়ে নিন। তারপর তা দিয়ে পরিষ্কার করে মেজে নিন।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। লেবুর রস দিয়ে বাসন মাজলে খুব গায়ের জোরে না ঘষলেও দাগছোপ দূর করবে সহজে।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। লেবুর রস ব্যবহার করে বাসন মাজলে বাসন থাকবে একদম ঝকঝকে। দেখতে লাগবে নতুনের মতো।
Published at : 13 Oct 2025 02:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















