এক্সপ্লোর
Brain Health News: সাধারণ লক্ষণ ক্রমেই হয় জটিল, এগুলোই মস্তিষ্কে কম রক্ত পৌঁছনোর লক্ষণ !
Lack of oxygen to the brain: কোষে যে ক্রমাগত বিপাক চলে, তার জন্য দরকার অক্সিজেন। অক্সিজেনের ঘাটতি হলে এই কোষে বিপাক পদ্ধতি চলে , তার থেকে এনার্জি কম পরিমাণে তৈরি হয়। তাই অক্সিজেনের ঘাটতি মানেই...
মস্তিষ্কে কম অক্সিজেন পৌঁছনোর লক্ষণ
1/10

মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছায় - এমন কথা অনেক ক্ষেত্রে শুনেছেন বহু জন। তবে কী এই রোগ ? কতটাই বা খতরনাক? মস্তিষ্কে অক্সিজেন কম যাচ্ছে বুঝবেনই বা কীভাবে ?
2/10

মস্তিষ্কই নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের যাবতীয় কার্যকলাপ। মস্তিষ্কের সঠিক কার্যকলাপের জন্য প্রয়োজন পর্যাপ্ত অক্সিজেন । এই অক্সিজেন মাথায় বয়ে নিয়ে যায় রক্তবাহক ধমনী, হিমগ্লোবিন বা লোহিত রক্তকণিকা মারফত। ভয়ঙ্কর কিছু ? এই নিয়ে বিস্তারিত আলোচনায় বিশিষ্ট চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় ।
Published at : 08 Apr 2024 07:20 AM (IST)
আরও দেখুন






















