এক্সপ্লোর
Travel Tips: ভাল পর্যটকের সঙ্গে সঙ্গে সচেতন নাগরিক হওয়াও জরুরি, বেড়াতে গেলে কোন কোন বিষয় খেয়াল রাখবেন?
Responsible Tourist: যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানকার পরিবেশ, মানুষজন সকলের প্রতিই পর্যটপ হিসেবে আপনার কিছু দায়িত্ব রয়েছে। কীভাবে একজন ভাল পর্যটক হওয়ার পাশাপাশি দায়িত্ববানও হবেন, তার জন্য রইল সহজ টিপস।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

বেড়াতে যাবেন আর কেনাকাটা অর্থাৎ শপিং করবেন না, সেটা আবার হয় নাকি। বেড়াতে গিয়ে মন ভরে কেনাকাটা করুন, তবে নজর দিন স্থানীয় জিনিসের উপরে।
2/10

যে জায়গায় বেড়াতে যাচ্ছেন যদি সেখানকার কোনও বিশেষ শিল্প থাকে তাহলে তার মাধ্যমে তৈরি জিনিস কিনে নিন উপহার দেওয়ার জন্য। ওই এলাকার স্থানীয় দোকান থেকে কেনাকাটা করলে অর্থনৈতিক ভাবে তাঁদেরও সাহায্য করা হয়। এর ফলে পর্যটন শিল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি এলাকার অর্থনীতি সুদৃঢ় হয়।
Published at : 28 Sep 2023 01:01 PM (IST)
আরও দেখুন






















