এক্সপ্লোর
Breakups: বুক ফাটলেও মুখ ফোটে না কারও, কেউ আবার নিজেকেই প্রশ্নের মুখে দাঁড় করান, নারী-পুরুষের ব্রেকআপের অনুভূতি একেবারেই আলাদা
Relationships: নারী এবং পুরুষ, সবদিক থেকেই আলাদা। সম্পর্ক ভেঙে যাওয়ার অনুভূতিও তাই আলাদা এঁদের কাছে
ছবি: ফ্রিপিক।
1/10

সম্পর্কে জড়িয়ে পড়া যতটাই সহজ, বেরিয়ে আসা ততটাই কঠিন। স্বাভাবিক হতে কারও সময় লাগে কয়েক মাস, কারও কয়েক বছর, কেউ কেউ আবার গোটা জীবনই তিক্ত অভিজ্ঞতা বুকে বয়ে বেড়ান। তবে নারী এবং পুরুষ, দুই বিপরীত লিঙ্গের মানুষের অনুভূতিও হয় পৃথক।
2/10

শুধুমাত্র শারীরিক গঠনের নিরিখে নয়, মানসিকতার দিক থেকেও একেবারে আলাদা নারী এবং পুরুষ। জীবন এবং সম্পর্ককেও পৃথক নজরে দেখান তাঁরা। বিশেষ করে সম্পর্ক ভেঙে যাওয়ার পর স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে এই পার্থক্য চোখে পড়ে বিশেষ করে।
Published at : 04 Jul 2023 08:33 AM (IST)
আরও দেখুন






















