এক্সপ্লোর
Migraine vs Headaches: মাথার যন্ত্রণা মানেই মাইগ্রেন নয়, ফারাক বোঝা জরুরি
Health Tips: ভুক্তভোগী আমরা সকলেই, কিন্তু পার্থক্য বুঝি না অনেকেই। রোগ চিহ্নিত করবেন কী করে, জানুন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

মাথার যন্ত্রণায় ভোগেন না, এমন লোকজন হাতেগোনা। কিন্তু মাথার যন্ত্রণা মানেই কিন্তু মাইগ্রেন নয়। অনেকেই এই ফারাকটা বোঝেন না। নিজে নিজে চিকিৎসা করতে গিয়ে লাভও হয় না তাই। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। আবার কিছু জিনিস মাথায় রাখলে নিজেও পার্থক্য বুঝতে পারবেন।
2/10

মাথার দুই দিকে যন্ত্রণা হয় যদি, পিছনের দিক থেকে যন্ত্রণা যদি সামনের দিকে ছড়ায়, বুঝবেন সেটা Tension Headache. চোখের উপর চাপ পড়লে, মানসিক চাপ এবং খিদে পেলে এমন হয়।
Published at : 16 Apr 2025 08:02 PM (IST)
আরও দেখুন






















