এক্সপ্লোর
Monsoon Skin Care: বর্ষার মরশুমে বাড়ে 'অয়েলি স্কিনের' হাজারও সমস্যা, ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করবেন কীভাবে?
Oily Skin Care Tips: বর্ষার মরশুমে যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তার কারণে যাঁদের ত্বক তেলতেলে ধরনের তাঁরা একটু বেশিই সমস্যায় পড়েন। বর্ষার দিনে কীভাবে অয়েলি স্কিনের যত্ন নেবেন? দেখে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সৌজন্যে- Pexels। যেহেতু বর্ষাকালে আর্দ্রতার পরিমাণ বেশি তার কারণে আমাদের ত্বকে সিবাম প্রোডাকশন বেশি হয়। ফলে ত্বক এমনিতেই তেলতেলে হয়ে যায়। আর যাঁদের অয়েলি স্কিন তাঁদের সমস্যা আরও বাড়ে।
2/10

ছবি সৌজন্যে- Pexels। বর্ষাকালে যাঁদের অয়েলি স্কিন তাঁরা যদি সঠিক ভাবে ত্বকের যত্ন না নেন, তাহলে ব্রনর সমস্যা দেখা দিতে পারে। অতএব সতর্ক থাকা জরুরি।
Published at : 24 Jun 2024 04:28 PM (IST)
আরও দেখুন






















