এক্সপ্লোর
In Pics: বাড়বে এনার্জি, দূর হবে স্ট্রেস, সকালেই করে ফেলুন এই কাজগুলি
Lifestyle Tips: অভ্যাসের সামান্য পরিবর্তনেই হতে পারে বাজিমাত। কীভাবে নিজেকে দিনভর চাঙ্গা রাখবেন?

ফাইল ছবি
1/10

সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় কর্ম ব্যস্ততা, যতক্ষণ পর্যন্ত জেগে আছি, ততক্ষণ কিছু না কিছু করতেই থাকি।
2/10

দিনভর নানা কাজের মধ্যে থাকলেও ক্লান্তি বজায় থাকে। এনার্জি বা কাজের প্রতি আগ্রহ থাকে না একেবারেই।
3/10

সারাদিন এরকম সমস্যার সম্মুখীন হলে প্রতিদিনের জীবনে কিছু পরিবর্তন আনা প্রয়োজন, যা শুরু করতে হবে সকাল থেকেই।
4/10

ক্লান্তি এড়াতে রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অভ্যাস করতে হবে। যাতে অফিসে যাওয়ার আগে সব কাজ শেষ করা সম্ভব হয়।
5/10

ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করতে হবে। অনেক সময় ডিহাইড্রেশন থেকেও ক্লান্তি হয়। শরীরে জলের ঘাটতি হলে কোনও কাজেই এনার্জি পাওয়া যায় না।
6/10

প্রতিদিন সকালে অন্তত ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা যোগব্যায়াম করুন। অথবা মর্নিং ওয়াকও করা যেতে পারে। যাতে মেজাজ থাকবে ফুরফুরে।
7/10

জলখাবারে অবশ্যই থাকুক পুষ্টি উপাদানে ভরপুর কোনও খাবার। ব্রেকফাস্টে পেট ভরে করলে সারাদিনের এনার্জি পাওয়া যায়।
8/10

ঘুম থেকে উঠেই ফোন বা ল্যাপটপ নিয়ে বসে পড়বেন না। ঘুম থেকে ওঠার পর অন্তত এক ঘণ্টা স্ক্রিন থেকে দূরে থাকুন। এতে স্ট্রেস কমবে।
9/10

সকালে অবশ্যই লিখে ফেলুন, সারাদিন কোন কোন কাজ করবেন। নির্দিষ্ট লক্ষ্য থাকলে মানসিকভাবে চাঙ্গা থাকবেন
10/10

ঘুম থেকে উঠে গান শুনতে পারেন এতে দূর হবে অস্থিরতা। তবে কখনই তা লাউড মিউজিক নয়।
Published at : 23 Jan 2024 07:24 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
