এক্সপ্লোর
Parenting Tips: বুক ফাটলেও যেন না ফোটে মুখ, সন্তানকে যে যে কথা কখনওই বলবেন না
Parenting: যত সমস্যার মধ্য়েই থাকুন না কেন, সন্তানের সামনে সংযত থাকতেই হবে। কী করবেন, কী করবেন না, জেনে নিন। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

সন্তান মানুষ করা মুখের কথা নয়। মা-বাবা মাত্রেই বিলক্ষণ জানেন এ কথা। আর সন্তান পালনের ক্ষেত্রে আচার-আচরণ, বিশেষ করে কথাবার্তায় সংযম আনা সবচেয়ে প্রয়োজন।
2/10

হাজার ঝামেলা সামলাতে গিয়ে, মুখ ফস্কে কখনও কখনও কিছু কথা বেরিয়ে যায়। বন্ধু-বান্ধব, পরিবারের অন্য সদস্যরা তার প্রেক্ষিত বুঝতে পারলেও, শিশুমনে তার প্রভাব পড়ে বিস্তর।
Published at : 09 Mar 2023 05:01 PM (IST)
আরও দেখুন






















