এক্সপ্লোর
Post Diwali Skin Care Tips: দীপাবলির মেকআপ, বাজির ধোঁয়া সবই ক্ষতিকর ত্বকের জন্য, উৎসবের পর কীভাবে খেয়াল রাখবেন?
Skin Care: উৎসব মানেই কম ঘুম, ভাজাভুজি মশলাদার খাবার খাওয়া, রাত জেগে ঘোরাঘুরি। আর এইসবের জেরে ত্বকের অনেক ক্ষতি হয়। তাই সব উৎসবের পরেই ত্বকের সঠিকভাবে যত্ন নেওয়া প্রয়োজন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সৌজন্যে- পিক্সেলস। ত্বক ভাল রাখার জন্য ত্বক হাইড্রেটেড রাখতে হবে। বাইরে থেকে ফেস মিস্ট, টোনার যেমন ব্যবহার করবেন, তেমনই সঠিক পরিমাণে জল খেতে হবে প্রতিদিন।
2/10

ছবি সৌজন্যে- পিক্সেলস। সদ্য পার হয়েছে দীপাবলি। প্রায় সকলেই মেকআপ করে সেজেছিলেন। সেই সঙ্গে বাজিও পুড়িয়েছেন। মেকআপ এবং বাজির ধোঁয়া, এই দুই-ই ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
Published at : 02 Nov 2024 12:30 PM (IST)
আরও দেখুন






















