এক্সপ্লোর
Skin Care Tips: কালীপুজোয় বাজি ফাটানোর প্রভাব কিন্তু পড়বে ত্বকেও, আজই শুরু করুন পরিচর্যা, যত্ন নিতে বাড়িতেই কী কী করবেন?
Homemade Skin Care Tips: কালীপুজোর যাঁরা বাজি ফাটিয়েছেন, তাঁদের ত্বক দীর্ঘ সময় ধরে ধোঁয়া এবং আগুনের তাপে ছিল। তাই এবার প্রয়োজন সঠিক উপায়ে যত্নের। কী কী করবেন? দেখে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। শীতের মরশুম আসছে। আবহাওয়া ইতিমধ্যেই রুক্ষ-শুষ্ক হয়ে গিয়েছে। তার মধ্যে কালীপুজোর প্রচুর বাজি ফাটিয়েছেন। আর এই সবকিছুর সরাসরি প্রভাব কিন্তু পড়বে আপনার ত্বকেও।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। বাতাস যেহেতু রুক্ষ-শুষ্ক, তাই ত্বকও ক্রমাগত রুক্ষ এবং শুষ্ক হয়ে উঠবে। এছাড়াও বাজি ফাটালে আপনার ত্বক এমনিতেই অনেকক্ষণ ধোঁয়া এবং আগুনের তাপে থেকেছে। তাই এবার প্রয়োজন যত্নের।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। দিনে অন্তত ২ বার ক্রিম কিংবা ময়শ্চারাইজার ম্যাসাজ করুন ত্বকে। তাহলে ত্বক হাইড্রেটেড এবং মোলায়েম থাকবে।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। প্রতিদিন সঠিক পরিমাণে জল খেতে হবে। তাহলে হাইড্রেটেড থাকবে আপনার ত্বক। রুক্ষ-শুষ্ক আবহাওয়ায় সঠিক পরিমাণে জল খাওয়া খুব জরুরি।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। যেহেতু বাজির ধোঁয়া, আগুনের তাপে দীর্ঘক্ষণ থেকেছে আপনার ত্বক, তাই ডিপ ক্লিনিং প্রয়োজন। অর্থাৎ ত্বকের গভীরে জমে যাওয়া নোংরা বের করতে হবে।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। ডিপ ক্লিনিংয়ের সবচেয়ে ভাল উপায় হল, স্ক্রাব করা। ঘরোয়া পদ্ধতিতেই সহজে স্ক্রাব বানিয়ে নিতে পারবেন।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। স্ক্রাব তৈরির জন্য দুধের সর, মধু, অলিভ অয়েল ব্যবহার করে একটি প্যাক তৈরি করতে পারেন। এছাড়াও চালের গুঁড়ো, সামান্য বেসন, অল্প হলুদ গুঁড়ো আর কাঁচা দুধ মিশিয়েও তৈরি করে নিতে পারেন স্ক্রাব।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে সিরাম ব্যবহার করুন রোজ। রাতে ঘুমানোর আগে অন্তত একবার ত্বকে সিরাম ব্যবহার করলেই ত্বক থাকবে মোলায়েম। বজায় থাকবে জেল্লাও।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। ত্বক পরিষ্কারের জন্য ক্লেনজার হিসেবে ব্যবহার করতে পারেন কাঁচা দুধ বা দুধের সর। এছাড়াও ব্যবহার করতে পারেন গোলাপ জল। এগুলির ব্যবহারে ত্বক মোলায়েম এবং আর্দ্র থাকবে।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। অর্থাৎ ভালভাবে ত্বক পরিষ্কার করা এবং সঠিক ভাবে ক্রিম, ময়শ্চারাইজারের ব্যবহারই আপনার ত্বক রাখবে উজ্জ্বল এবং মোলায়েম।
Published at : 22 Oct 2025 08:36 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























