এক্সপ্লোর
Aadhaar Card: আপনার নামেও রয়েছে 'ভুয়ো আধার'? জাল হয়েছে তথ্য? কীভাবে বুঝবেন?
আধার কার্ডের নিয়ম: আপনার ব্যবহৃত আধার আসল নাকি নকল, ২ মিনিটে যাচাই করুন। প্রক্রিয়া জেনে নিন।
আধার কার্ড জালিয়াতি
1/6

নকল আধার কার্ডের ঘটনা ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে, আপনার আধার আসল নাকি নকল, তা দুই মিনিটে যাচাই করে নেওয়া উচিত। পদ্ধতিটি সহজ এবং এতে কোনো ঝামেলাও নেই। কীভাবে এই কাজটি করতে পারেন, জেনে নেওয়া যাক।
2/6

প্রথমত, আপনাকে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট httpsuidai.govinhi তে যেতে হবে। যেখানে আধার সম্পর্কিত সমস্ত তথ্য সুরক্ষিত থাকে এবং এখান থেকেই এর সত্যতাও জানা যায়। হোমপেজে Verify Aadhaar Number এর বিকল্প পাওয়া যায়।
3/6

এতে প্রথমে আপনাকে আপনার আধার নম্বরের মাধ্যমে লগইন করতে হবে। তারপর এখানে আপনার আধার নম্বর লিখে দিতে হবে। ক্যাপচা কোড দিতে হবে। ক্যাপচা সঠিকভাবে পূরণ করার সঙ্গে সঙ্গেই সিস্টেম আপনার নম্বর পরীক্ষা করতে শুরু করে। এই প্রক্রিয়াটি কয়েক সেকেন্ডের বেশি সময় নেয় না এবং অল্প সময়ের মধ্যেই জানা যায় যে আপনার আধার নম্বর আসল নাকি নকল।
4/6

যদি নম্বরটি সঠিক হয় তবে স্ক্রিনে আপনার আধার নম্বর লেখা থাকে তার পাশে Exists লেখা আসে। যদি আপনার আধার আসল হয় তবে স্ক্রিনে আপনার আধারের সঙ্গে সম্পর্কিত কিছু মৌলিক বিবরণও দেখা যায়। এই তথ্যটি কেবল এটি প্রমাণ করার জন্য দেখানো হয় যে আধার রেকর্ডে আছে তা।
5/6

এতে আপনার ব্যক্তিগত তথ্য প্রদর্শিত হয় না। এর ফলে আপনার গোপনীয়তাও সুরক্ষিত থাকে। যদি আধার নকল হয়, তবে সিস্টেমটি তাৎক্ষণিকভাবে Invalid Aadhaar দেখায়। অর্থাৎ, আপনার কাছে থাকা কার্ডটি আসল নয়। এমন পরিস্থিতিতে, আপনার অবিলম্বে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে আপনার আধার পুনরায় তৈরি করা উচিত।
6/6

কিছু লোক QR কোড স্ক্যান করে আধার যাচাই করে নিতে পারেন। UIDAI-এর অফিশিয়াল অ্যাপ mAadhaar-এ QR স্ক্যান করার বিকল্প রয়েছে। আসল আধার কার্ডের QR কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গেই সঠিক তথ্য স্ক্রিনে দেখা যায়। জাল কার্ডে QR কোড স্ক্যানই হয় না।
Published at : 24 Nov 2025 08:24 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























