এক্সপ্লোর
Healthy Gums:মাড়ির যত্ন কীভাবে? সহজ কিছু পরিবর্তনেই বাজিমাত
Oral Health: দাঁত, মাড়ির যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রতিদিন কিছু অভ্যাসের পরিবর্তন করলেই ভাল থাকবে মাড়ির স্বাস্থ্য।

ফাইল ছবি
1/10

বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি সার্বিকভাবে সুস্থ থাকার জন্য দাঁত এবং মাড়ির যত্ন নেওয়া খুব প্রয়োজন। প্রতিদিন সাধারণ কিছু নিয়ম মানলে মাড়ি ভাল থাকতে পারে।
2/10

হালকা হাতে ব্রাশ করতে হবে প্রতিদিন অন্তত দুবার। যা ব্যাক্টেরিয়া দূর করে মাড়িকে রাখে সুস্থ। অন্যান্য রোগ থেকে সুরক্ষা দেয়।
3/10

খাওয়াদাওয়ার পর মুখ ধুতে হবে ভাল করে। যাতে খাবারের কোনও অংশ আটকে না থাকে। কারণ তা থেকে মাড়ির ক্ষতি হতে পারে।
4/10

মাড়ি ভাল রাখতে অ্যান্টিব্যাক্টেরিয়াল মাউথ ওয়াশ ব্যবহার করা যেতে পারে।
5/10

নজর দিতে হবে খাওয়াদাওয়ার দিকেও। ফল, সবজি সহ পুষ্টিকর খাবার খেলে ভাল থাকবে মাড়ি। এড়িয়ে চলতে হবে অতিরিক্ত মিষ্টি খাওয়া।
6/10

প্রতিদিন অন্তত ৩ থেকে ৪ লিটার জল পান করতে হবে। যাতে মাড়ি বা দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার বেরিয়ে যেতে পারে।
7/10

ধূমপানের প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে মুখের স্বাস্থ্যে। ক্যান্সারের ঝুঁকি তো আছেই পাশাপাশি ধূমপানের ফলে মাড়ির কোনও রোগ সারতেও দেরি হতে পারে।
8/10

শক্ত ব্রাশ ব্যবহার করবেন না তাতে মাড়ির ক্ষতি হতে পারে। ৫ থেকে ৬ অন্তর বদলে ফেলুন ব্রাশ। তাতে মাড়িও থাকবে সুস্থ।
9/10

শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মানসিকভাবেও নিজেকে ভাল রাখতে হবে। তাই মাড়ির স্বাস্থ্য ঠিক রাখতে দূরে রাখতে স্ট্রেস।
10/10

তবে সাধারণ এই নিয়ম মেনে চলার পরও যদি সমস্যা বাড়তেই থাকে, তবে অবশ্যই দাঁতের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
Published at : 21 Feb 2024 08:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
