এক্সপ্লোর
Refrigerator Smell: ফ্রিজের দুর্গন্ধ দূর হবে সহজেই, হাতের কাছেই রয়েছে ঘরোয়া উপায়
Home DYIs: হাতের কাছেই রয়েছে সহজ উপায়। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

শাক-সবজি, ফলমূল এবং রান্না করা খাবারদাবার যাতে খারাপ না হয়, তার জন্য ফ্রিজ ব্যবহার করি আমরা। ফ্রিজ ছাড়া সংসার কার্যতই অচল। কিন্তু এই ফ্রিজকে ঝকঝকে, তকতকে রাখা সবসময় সম্ভব হয় না।
2/10

তাই জিনিসপত্র খারাপ হলে ফ্রিজ থেকে দুর্গন্ধও বেরোয়। বার বার করে মুছলেও সেই গন্ধ দূর করা সম্ভব হয় না, যাতে উদ্বিগ্ন হয়ে পড়ে আমরা। ট
3/10

কিন্তু ফ্রিজের দুর্গন্ধ করার কিছু ঘরোয়া টোটকা রয়েছে হাতের কাছেই। পরখ করে দেখতে পারেন, হাতেনাতে ফল পাবেন।
4/10

ফ্রিজের দুর্গন্ধ নিমেষে দূর করতে পারে কফি। একটি প্লেটে কিছু কফি বিনস নিন। ২৪ ঘণ্টা খোলা অবস্থায় রেখে দিন ফ্রিজে। দেখবেন আর দুর্গন্ধ বেরোবে না। ওই কফি বিনস সার হিসেবে গাছের গোড়াতেও দিতে পারেন।
5/10

টিব্যাগ ব্যবহারের পর খোলা পাত্রে রাখুন। এবার সেই পাত্র ভরে দিন ফ্রিজে। দুর্গন্ধ শুষে নেবে ওই টিব্যাগ। তিন-চারদিন অন্তর টিব্যাগটি বদলান।
6/10

ফ্রিজের দুর্গন্ধ দূর করে বেকিং সোজা। খোলা পাত্রে নিয়ে ২৪ ঘণ্টা রেখে দিন। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশালে দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি, সুগন্ধে ভরে যাবে ফ্রিজ।
7/10

পাতিলেবুর কোয়ায় বেকিং সোডা এবং লবণ ,মাখিয়ে নিন। খোলা পাত্রে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিন। ৫-৬ দিনি টানা রাখতে পারেন।
8/10

ওটমিল ফ্রিজ তো বটেই, ঘর পরিষ্কারের কাজেও লাগে। ওটমিল দুর্গন্ধ, তেল, তরল শুষে নেয়। খালিপাত্রে নিয়ে শুধু ভরে দিনে ফ্রিজে।
9/10

পেপার টাওয়াল ভিজিয়ে নিন ভিনিগার দিয়ে। বাটিতে ওই টাওয়ালটি রেখে ফ্রিজে ভরে দিন ২৪ ঘণ্টার জন্য। কয়েক দিন পর পর টাওয়াল পাল্টে নিন।
10/10

আলু ছাড়িয়ে নিন প্রথমে। ছোট ছোট টুকরো করে নিন। ফ্রিজে একটি খোলা পাত্রে রেখে দিন। কোনও রকম দুর্গন্ধ বেরোবে না।
Published at : 07 Sep 2024 10:25 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
