এক্সপ্লোর
Sugar Free Life: চিনি ছাড়া একমাস, কী হতে পারে শরীরে?
Lifestyle Tips: চিনি ছাড়া অনেকে খেতেই পারেন না, কিন্তু একমাস চিনি না খেলে কী হবে? ক্ষতি হবে শরীরের নাকি লাভ?
ফাইল ছবি
1/10

মিষ্টি খেতে ভালবাসেন অনেকেই। খাবারের শেষে পাতে মিষ্টি না পড়লে যেন খাওয়াটাই অসম্পূর্ণ থেকে। সকালের চা থেকে চকোলেট, কেক, প্রতিদিনের খাবারে মিষ্টির উপস্থিতি রয়েছে।
2/10

কিন্তু এই মিষ্টি যদি বাদ দেওয়া যায় তাহলে কী হতে পারে? একমাস মিষ্টি না খেলে শরীরে কী কী পরিবর্তন হয়? আদৌ লাভ না ক্ষতি?
3/10

এক মাস মিষ্টি বা চিনিযুক্ত খাবার ও পানীয় না খেলে যেটা হবে তা হল ওজন কমবে। বিশেষ করে যাঁরা সারাদিন প্রচুর মিষ্টি খান, তাঁদের শরীরের পরিবর্তন বেশি লক্ষ্য করা যাবে।
4/10

চিনি বাদ দিলে প্রথমদিকে খিটখিটে মেজাজ হতে পারে। তবে তা দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য ভাল। সারাদিনের কাজের এনার্জি পাওয়া যাবে।
5/10

ভাল থাকবে দাঁত। পাত থেকে চিনি বাদ দিলে দাঁতের দাগ দূর হয়। পাশাপাশি দাঁত ক্ষয় বা দাঁতে পোকা হওয়ার আশঙ্কাও কমে।
6/10

ডায়বেটিক রোগীরা চিনি বাদ দিলে রক্তে শর্করার মাত্রা থাকবে নিয়ন্ত্রণে। পাশাপাশি চিনি না খেলে হার্টের স্বাস্থ্যও ভাল থাকবে।
7/10

লিভারের স্বাস্থ্য থাকবে ঠিক। গবেষণায় দেখা গিয়েছে, খাবারে চিনির পরিমাণ কমলে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের আশঙ্কাও কমে (NAFLD)।
8/10

চিনি খাওয়ার পরিমাণ কমলে কমে ডিপ্রেসনের মাত্রাও। পাতে মিষ্টি না থাকলে কমতে পারে উদ্বেগও।
9/10

চিনি খাওয়া ত্বকের জন্যও ভাল নয়। মিষ্টি বা চিনি খাওয়া বন্ধ করলে ব্রণ কমে। দূর হয় মুখের দাগও।
10/10

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 19 Nov 2024 04:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























