এক্সপ্লোর
Watermelons: বলিরেখা দূর করে, ঝরায় 'ডেড স্কিন সেল', ত্বকের যত্নে আর কীভাবে কাজে লাগে তরমুজ?
Skin Care: তরমুজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। এছাড়াও রয়েছে lycopene। এই সমস্ত উপকরণ ত্বকের ক্ষয়ক্ষতি রুখতে সাহায্য করে। কালচে দাগছোপ দূর করে। জেল্লা ফেরায় ত্বকের।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

তরমুজের মধ্যে রয়েছে অনেক গুণ। শুধু যে পুষ্টিগুণ রয়েছে তা কিন্তু নয়। বরং তরমুজ দিয়ে খুব ভাল ভাবে ত্বকের পরিচর্যাও করা সম্ভব। একনজরে দেখে নেওয়া যাক ত্বকের যত্নে তরমুজ কীভাবে কাজে লাগে।
2/10

গরমের মরসুমে ত্বক হাইড্রেটেড রাখা জরুরি। এক্ষেত্রে তরমুজের রস খেলে যেমন শরীর হাইড্রেটেড থাকে, তেমনই ত্বকও হাইড্রেটেড থাকে। অর্থাৎ ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করে এই ফল। তরমুজের নির্যাস দিয়ে তাই ফেস স্ক্রাবিং করতে পারেন।
Published at : 14 Apr 2023 12:42 AM (IST)
আরও দেখুন






















