এক্সপ্লোর
Sunscreen: সানস্ক্রিন ব্যবহারের সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন? কেনার ক্ষেত্রেই বা কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?
Summer Skin Care: সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে এবং কেনার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। একনজরে দেখে নেওয়া যাক কী কী করবেন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

গরমকালে বাড়ির বাইরে বেরোলে সানস্ক্রিন লাগাতেই হবে। শুধু বাড়ির বাইরে নয়, বাড়ির ভিতরেও বিশেষ করে যাঁরা অনেকক্ষণ রান্নাঘরে সময় দেন, তাঁরা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন।
2/10

শুধু প্রাপ্তবয়স্করা সানস্ক্রিন ব্যবহার করলেই চলবে না। বাচ্চাদের ক্ষেত্রেও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। নাহলে বাচ্চাদের ত্বকও ক্ষতিগ্রস্ত হবে।
3/10

মূলত সান ট্যান অর্থাৎ সূর্যের তেজ থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে সানস্ক্রিন। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে ট্যান পড়ার সম্ভাবনা কমে।
4/10

সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি অর্থাৎ আলট্রা ভায়োলেট রে থেকেও ত্বককে রক্ষা করে সানস্ক্রিন। তাই গরমকালে ত্বকের যত্নের জন্য সানস্ক্রিন খুবই প্রয়োজনীয়।
5/10

সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে এবং কেনার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। একনজরে দেখে নেওয়া যাক কী কী করবেন।
6/10

আপনার ত্বকের সঙ্গে সামঞ্জস্য রেখে সানস্ক্রিন কেনা প্রয়োজন। ত্বক সেনসিটিভ হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সানস্ক্রিন কেনা উচিত।
7/10

সানস্ক্রিন লাগানোর সময় সামান্য জল মিশিয়ে মাখলে ত্বক খুব চটচটে হবে না। অর্থাৎ মুখে কালচে চিটচিটে ভাব দেখা যাবে না।
8/10

আপনি যদি অতিরিক্ত ঘামেন, তাহলে ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। এক্ষেত্রে আপনার ঘাম হলেও সানস্ক্রিন মাখলে কোনও অসুবিধা হবে না।
9/10

সানস্ক্রিন কেনার সময় অবশ্যই এসপিএফ রেঞ্জ দেখে কেনা উচিত। সেই সঙ্গে নিজের ত্বকের ধরন বুঝে সানস্ক্রিন কিনতে হবে আর তা ওয়াটার বেসড হলেই ভাল।
10/10

আজকাল জেল বেসড অনেক সানস্ক্রিন পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি এই জাতীয় সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন। একটু পরিচিত ব্র্যান্ডের সানস্ক্রিন ব্যবহার করা ভাল।
Published at : 20 Mar 2023 12:04 AM (IST)
View More
Advertisement
Advertisement
























