এক্সপ্লোর
Lifestyle Tips: খুদে মনের আত্মবিশ্বাস বাড়াতে অবশ্যই মানুন নিয়মগুলি
Self Esteem In Children:লেখাপড়া থেকে খেলাধুলো বা সৃজনশীল কাজ। বেশিরভাগ ক্ষেত্রে গোড়ার পাঠ নেওয়ার সেরা সময় শৈশব। কিন্তু দক্ষতা অর্জনের জন্য প্রতিভার পাশাপাশি আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ থাকাও জরুরি।
শিশুর আত্মমর্যাদাবোধ বাড়াতে মানুন এই নিয়ম
1/8

লেখাপড়া থেকে খেলাধুলো বা অন্য কোনও সৃজনশীল কাজ। বেশিরভাগ দিকেই গোড়ার পাঠ নেওয়ার সেরা সময় শৈশব।
2/8

কেউ গান, কেউ নাচ, কেউ বা আবার ছবি-আঁকা। প্রতিভা ও ইচ্ছার রকমফের অনুযায়ী কম-বেশি প্রত্যেক শিশুরই সাধারণত নতুন কিছু না কিছু শেখার তাগিদ থাকে।
Published at : 09 Aug 2022 01:30 PM (IST)
আরও দেখুন






















