এক্সপ্লোর
Valentines Day 2024: রাশি মেনেও হতে পারে Valentine's Day উদযাপন, কী ভাবে? রইল টিপস
Zodiac Sign And Love: আর দিনদুয়েক, তার পরই ভালোবাসার দিন। প্রিয় মানুষটির জন্য বিশেষ কী করা যায়, তা নিয়ে অনেকেই জোরকদমে ভাবনাচিন্তা করছেন। তবে রাশি অনুযায়ী উপহার বেছে নেওয়ার কথা ভেবে দেখেছেন?

রাশি মেনেও হতে পারে Valentine's Day উদযাপন, কী ভাবে? রইল টিপস
1/12

আর দিনদুয়েক, তার পরই ভালোবাসার দিন। প্রিয় মানুষটির জন্য বিশেষ কী করা যায়, তা নিয়ে অনেকেই জোরকদমে ভাবনাচিন্তা করছেন। তবে রাশি অনুযায়ী উপহার বেছে নেওয়ার কথা ভেবে দেখেছেন? যেমন ধরুন, যদি মেষ রাশির জাতক হন, তা হলে বিশেষ দিনটিতে ট্রেকিং, রক ক্লাইম্বিং বা সম্পূর্ণ নতুন ধরনে কোনও অ্যাডভেঞ্চারে ভরা স্পোর্টসের কথা ভাবতে পারেন।
2/12

একেবারে সাধারণ উপকরণ দিয়ে দুর্দান্ত 'ডিনার' তৈরি করে ফেলতে পারেন। সঙ্গে হালকা গান, মোমবাতির আলো। বৃষ রাশির জাতকদের জন্য এরকম 'ভ্যালেন্টাইন'স' ডে একেবারে উপযুক্ত।
3/12

বাড়িতে থেকেই একে অন্যের জন্য বিশেষ কোনও পদ বানিয়ে দেখবেন নাকি? এমন কোনও পদ যা আপনাদের পছন্দের, অথচ দুরন্ত 'রেসিপি' রয়েছে। একটি 'মুভি' নাইট-ও পরিকল্পনা করে ফেলতে পারেন।
4/12

মিথুন রাশির জাতকরা সাধারণ ভাবে বৈচিত্র্য পছন্দ করেন। সঙ্গে বুদ্ধির ছোঁয়া থাকলে তো কথাই নেই। একটা এমন 'ডেট' ছকে ফেলুন যেখানে দু'জনে অনেক কিছু নিয়ে কথা বলতে পারবেন। কোনও মিউজিয়ামেও যেতে পারেন।
5/12

রেস্তঁ অনুমতি দিলে কোনও অভিজাত রেস্তোরাঁ বা ক্লাবে খাওয়াদাওয়া করতে পারেন। জাঁকজমকপূর্ণ কোনও সঙ্গীতানুষ্ঠানেও যেতে পারেন।
6/12

দিনটিতে কী কী করবেন, আগে থেকে ভাল করে পরিকল্পনা করে নিন। আপনার প্রিয় মানুষটির ছোটখাটো পছন্দ-অপছন্দের কথা মাথায় রাখতে ভুলবেন না।
7/12

অভিজাত রেস্তোরাঁয় খাওয়াদাওয়া, মোমবাতির আলো, মৃদু গানের সুর--সব মিলিয়ে রোমান্টিক মুহূর্ত তৈরির আদর্শ উপকরণ। উপহার হিসেবে প্রিয়মানুষটিকে কোনও সৃজনশীল কিছু দিতে পারেন। যেমন কোনও সুন্দর ছবি বা তাজা ফুল বা নান্দনিক রুচি সম্পন্ন পোশাক-অলঙ্কার।
8/12

খাওয়াদাওয়া তো থাকতে হবে, তবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য দিনটি বাড়িতে কাটাতে পারলেই ভাল। শুধু কয়েকটি 'টিপস' মাথায় রাখতে পারলে ভাল হয়। 'স্পা' বা 'ম্যাসাজ' জাতীয় কিছুর ব্যবস্থা করতে পারলে ভাল। অর্থবহ কোনও উপহার পেলে এঁরা খুশি হন। া
9/12

আগে থেকে ভেবেচিন্তে কিছু না করে তৎক্ষণাৎ কোনও পরিকল্পনা করে দেখুন। কাছেপিঠে কোথাও বেরিয়ে আসা বা মজার কিছু খেলাধুলো, ধনু রাশির মানুষজন এই ভাবে দিনটি কাটাতে ভালোবাসতে পারেন।
10/12

অপেরা, থিয়েটার বা কোনও রেস্তোরাঁয় আগে থেকে দেখা করার প্ল্যান করে ফেলুন। আপনার সঙ্গী মকর রাশির জাতক হলে সাধারণ ভাবে এমন কোনও উপহার তাঁর পছন্দ হতে পারে, যার মধ্যে নির্দিষ্ট অর্থ রয়েছে।
11/12

পরীক্ষামূলক ভাবে কোনও রান্নার ক্লাস করার কথা ভাবতে পারেন। বা কোনও নির্দিষ্ট থিমের উপর আর্ট শো হলে সেখানেও ঢুঁ মারার পরিকল্পনা কথা ভেবে দেখুন। এমন কোনও উপহারের কথা ভেবে দেখতে পারেন যার স্বাতন্ত্র্য রয়েছে।
12/12

খোলা আকাশের নিচে শুয়ে তারা দেখা বা হালকা গান-ফেয়ারি লাইটসের আবহে রোমান্টিক মুহূর্ত, এর যে কোনও কিছুই মীন রাশির জাতকদের পছন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কোনও উপহারের কথা ভাবতে পারেন যা আপনার ভাবাবেগ সঠিক ভাবে প্রকাশ করবে। আপনাদের পুরনো ছবির অ্যালবাম, হাতে লেখা চিঠি-- এরকম কিছু উপহার হিসেবে পছন্দ হতে পারে তাঁদের। তাই ভেবে নিন। তবে দিনটা আখেরে ভালোবাসার। তাই ভালোবেসে যেভাবে, যা উপহারই দেবেন, তা-ই পছন্দ হবে তাঁর।
Published at : 12 Feb 2024 09:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
