এক্সপ্লোর
Valentines Day 2024: রাশি মেনেও হতে পারে Valentine's Day উদযাপন, কী ভাবে? রইল টিপস
Zodiac Sign And Love: আর দিনদুয়েক, তার পরই ভালোবাসার দিন। প্রিয় মানুষটির জন্য বিশেষ কী করা যায়, তা নিয়ে অনেকেই জোরকদমে ভাবনাচিন্তা করছেন। তবে রাশি অনুযায়ী উপহার বেছে নেওয়ার কথা ভেবে দেখেছেন?
রাশি মেনেও হতে পারে Valentine's Day উদযাপন, কী ভাবে? রইল টিপস
1/12

আর দিনদুয়েক, তার পরই ভালোবাসার দিন। প্রিয় মানুষটির জন্য বিশেষ কী করা যায়, তা নিয়ে অনেকেই জোরকদমে ভাবনাচিন্তা করছেন। তবে রাশি অনুযায়ী উপহার বেছে নেওয়ার কথা ভেবে দেখেছেন? যেমন ধরুন, যদি মেষ রাশির জাতক হন, তা হলে বিশেষ দিনটিতে ট্রেকিং, রক ক্লাইম্বিং বা সম্পূর্ণ নতুন ধরনে কোনও অ্যাডভেঞ্চারে ভরা স্পোর্টসের কথা ভাবতে পারেন।
2/12

একেবারে সাধারণ উপকরণ দিয়ে দুর্দান্ত 'ডিনার' তৈরি করে ফেলতে পারেন। সঙ্গে হালকা গান, মোমবাতির আলো। বৃষ রাশির জাতকদের জন্য এরকম 'ভ্যালেন্টাইন'স' ডে একেবারে উপযুক্ত।
Published at : 12 Feb 2024 09:22 PM (IST)
আরও দেখুন






















