এক্সপ্লোর
Covid 19 : বারে বারে কোভিডের ফিরে আসা, কতদিন থাকবে এই আতঙ্ক? গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ডা. দীপ্তেন্দ্র সরকার
Coronavirus : 'আগামী কয়েকবছর কোভিডের যা যা ভ্যারিয়েন্ট আসবে , তার উপর নজর রাখতে হবে। প্রয়োজনে সতর্ক হতে হবে। '
করোনাভাইরাস
1/10

আবারও একটা নতুন বছরের সামনে দাঁড়িয়ে আমরা। বছর শেষের আগে কেরলে হঠাৎ কোভিডের হানা! বর্ষবরণের আগে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে গোটা দেশের! কতটা বিষাক্ত কামড় হতে পারে এইবার ?
2/10

সামনে এসেছে নতুন সাব ভ্যারিয়েন্টের নামও। JN.1। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে, এটি ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। কেন এভাবে বারবার ফিরে আসছে কোভিড? করোনার এই নতুন উপপ্রজাতিই বা কতটা ভয়ঙ্কর?
3/10

যেহেতু কোভিড-১৯ যেভাবে ভয়ঙ্করভাবে প্রভাব ফেলেছিল মানবজীবনে, তাতে আগামী কয়েকবছর কোভিডের যা যা ভ্যারিয়েন্ট আসবে , তার উপর নজর রাখতে হবে। প্রয়োজনে সতর্ক হতে হবে।
4/10

তবে, ডেল্টা যেভাবে মৃত্যুমিছিল ঘটিয়েছিল, তা আর হবে না। সংক্রমণ ঘটানোর ক্ষমতা আছে জেএনওয়ান সাব ভ্যারিয়েন্টের, তবে মৃত্যু ঘটানোর আশঙ্কা প্রায় নেই বললেই চলে।
5/10

ডা. দীপ্তেন্দ্র সরকারের কথায়, কোভিড ১৯ করোনা ভাইরাসের একটি ধ্বংসাত্মক রূপ ছিল। যা আমাদের ছিন্নভিন্ন করে দিয়ে গিয়েছে। বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে।
6/10

ডাক্তার বাবু আরও জানালেন, 'করোনা ২ হাজার বছর আগেও ছিল, পরেও থাকবে '। তবে ভোঁতা হয়ে যাবে এর ধারালো ছুরিটা। তাই এই ভাইরাস যেভাবে মৃত্যুমিছিল ঘটিয়েছিল, তা আর হবে না।
7/10

এবার করোনা আক্রান্তের যেসব মৃত্যুর খবর পাওয়া গিয়েছে,তার কারণ অন্যান্য কঠিন সহ-অসুস্থতা হতে পারে, তবে সরাসরি এই ভ্যারিয়েন্টের জন্য মৃত্যু হয়েছে, এমন ঘটনা এখনও ঘটেনি।
8/10

এবার করোনার উপসর্গগুলির মধ্যে প্রধান হচ্ছে,
9/10

জ্বর, কাশি , নাক দিয়ে জল পড়া। প্রসঙ্গত উল্লেখ্য, আগেরবার কোভিডে এই উপসর্গ ছিল না। এছাড়া কারও কারও ডায়রিয়ার মতো সমস্যা হচ্ছে।
10/10

ডেল্টার সময় যেমন ভাইরাস সরাসরি ফুসফুসে হানা দিয়েছিল, ফুসফুস সাদা করে দিচ্ছিল, এটার ক্ষেত্রে এখনও তেমনটা হচ্ছে না। তবে সতর্ক থাকতে হবে গুরুতর কো-মর্বিডিটি থাকলে বা বয়স বেশি হলে।
Published at : 27 Dec 2023 07:55 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















