এক্সপ্লোর
Teeth Care in Winter: শীত বাড়লেই দাঁত শিরশির করে! জেনে নিন কারণ এবং নিরাময়ের উপায়
শীতে বিশেষ যত্ন দাঁতের। ছবি: পিক্সাবে।
1/9

খুব বেশি ঠান্ডা বা গরম খাবার খেলেই শিরশির করে ওঠে দাঁত। কিন্তু শীতকালে এই সমস্যা বেশি হয়। বাইরে যখন কনকনে ঠান্ডা, লেপের ভিতরে দাঁতেও তার প্রভাব অনুভব করেছেন অনেকে। কিন্তু শীতকালে এই সমস্যা বাড়েই বা কেন, এর থেকে মুক্তি পাওয়ার উপায়ই বা কী, জেনে নিন বিশদে।
2/9

শীতকাল মানেই বছর বড়দিন, বর্ষবরণ, পিঠেপার্বণ এবং নানা অনুষ্ঠান। তাতে মিষ্টি খাওয়াটা একটু বেশিই হয়ে যায়। আর বেশি চিনি মানেই দাঁত এবং মাড়ির ক্ষয়। এতে দাঁতের উপর যে এনামেলের প্রলেপ রয়েছে, তার ক্ষয় হয় এবং বেরিয়ে পড়ে স্পর্শকাতর ডেন্টিন। তাতেই সমস্যা বাড়ে।
Published at : 24 Jan 2022 06:37 PM (IST)
আরও দেখুন






















