এক্সপ্লোর
Health and Hygiene: হাত ধোয়ার পর হ্যান্ড ড্রায়ারে শুকোন? কত জীবাণু ছড়ায় জানলে শিউরে উঠবেন, বিশেষ করে অফিস-শপিং মলে
Hand Dryer: ভাবছেন, হাত ভাল থাকবে? একেবারেই না। বরং হিতে বিপরীত হতে পারে। ছবি: ফাইল চিত্র, ফ্রিপিক।
-ফাইল চিত্র, ফ্রিপিক।
1/10

অফিস, শপিংমলের ওয়াশরুমে হ্যান্ড ড্রায়ার না থাকলে চলে না আমাদের। টিস্যু পেপার নষ্ট করার চেয়ে তাতে হাত শুকিয়ে নেওয়া পরিবেশের জন্য ভাল বলেও মনে করা হয়।
2/10

কিন্তু অফিস, শপিং মল বা পাবলিক টয়লেটে বসানো হ্যান্ড ড্রয়ারে হাত শুকোনোর অভ্যাস থাকলে হিতে বিপরীত হতে পারে। তাই যথাসম্ভব এড়িয়ে চলাই ভাল।
3/10

এই সব হ্যান্ড ড্রায়ার ব্যবহারের মূল সমস্যা হল, বিশুদ্ধ বা ফিল্টার্ড বাতাস টানে না সেগুলি। বরং ওয়াশরুমের ভিতরের বাতাসই টেনে হাতের উপর এনে ফেলে।
4/10

ফলে খালিচোখে দেখা যায় না, এমন ধূলিকণা, ব্যাকটিরিয়া, এমনকি মল-মূত্রের অবশিষ্টাংশও ওই বাতাসে মিশে যায়, যা সরাসরি আমাদের হাতে এসে পড়ে।
5/10

টয়লেট ফ্লাশ করার সময়ই সূক্ষ্ম কণা বাতাসে মিশে যায়, যা বেশ কয়েক ঘণ্টা বাতাসে ঘুরে বেড়ায় ও ছড়িয়ে পড়ে। হাত ধোয়ার পর ড্রায়ারের নীচে হাত রাখলে সেগুলি হাতেও এসে পড়ে। ফলে হাত মোটেও পরিষ্কার থাকে না।
6/10

বিশেষজ্ঞদের মতে, ড্রায়ার থেকে যত তীব্র বেগে হাওয়া বেরোবে, বুঝতে হবে তাতে জীবাণুও বেশি মিশে রয়েছে। কারণ সেক্ষেত্রে গোটা ওয়াশরুমের বাতাসই টেনে নেয় হ্যান্ড ড্রায়ার।
7/10

ইউনিভার্সিটি অফ লিডসের গবেষকরা জানান, তীব্র বেগে হাওয়া বেরোলে, তা থেকে ১৩০০ গুণ বেশি জীবাণু ছড়িয়ে পড়ে। হাতের তালু থেকে সেই জীবাণু জামাকাপড়, মুখ এমনকি পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির গায়েও ছড়িয়ে পড়ে।
8/10

শুধু জীবাণুই নয়, হ্যান্ড ড্রায়ার থেকে ধুলোবালি, ছত্রাকের জীবাণুও ছড়ায়। এ থেকে ত্বকের সমস্যা হতে পারে।
9/10

পরিবেশের কথা মাথায় রেখে আজকাল হোটেল, রেস্তরাঁতেও টিস্যুর পরিবর্তে হ্যান্ড ড্রায়ার চোখে পড়ে। কিন্তু টিস্যুতে হাত মোছার পর তা ফেলে দিই আমরা। হ্যান্ড ড্রায়ার কিন্তু বার বার জীবাণু ছড়ায়।
10/10

তাই টয়লেট ব্যবহারের পর টিস্যুতে হাত মোছা তুলনামূলক নিরাপদ। স্বাভাবিক ভাবেই হাত শুকিয়ে নিন। ড্রায়ারের নীচে হাত না শুকোনোই ভাল। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 19 Nov 2025 03:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















