এক্সপ্লোর
Health and Hygiene: হাত ধোয়ার পর হ্যান্ড ড্রায়ারে শুকোন? কত জীবাণু ছড়ায় জানলে শিউরে উঠবেন, বিশেষ করে অফিস-শপিং মলে
Hand Dryer: ভাবছেন, হাত ভাল থাকবে? একেবারেই না। বরং হিতে বিপরীত হতে পারে। ছবি: ফাইল চিত্র, ফ্রিপিক।
-ফাইল চিত্র, ফ্রিপিক।
1/10

অফিস, শপিংমলের ওয়াশরুমে হ্যান্ড ড্রায়ার না থাকলে চলে না আমাদের। টিস্যু পেপার নষ্ট করার চেয়ে তাতে হাত শুকিয়ে নেওয়া পরিবেশের জন্য ভাল বলেও মনে করা হয়।
2/10

কিন্তু অফিস, শপিং মল বা পাবলিক টয়লেটে বসানো হ্যান্ড ড্রয়ারে হাত শুকোনোর অভ্যাস থাকলে হিতে বিপরীত হতে পারে। তাই যথাসম্ভব এড়িয়ে চলাই ভাল।
Published at : 19 Nov 2025 03:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















