এক্সপ্লোর
Year 2022 Special: বাড়িতেই কীভাবে নিউ ইয়ার সেলিব্রেট করবেন?

নতুন বছর কাটানোর উপায়
1/10

বাড়ছে করোনা। চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এর মাঝে বাড়ির বাইরে বেরলেই সংক্রমণের আশঙ্কা থেকে যায়। তাই বর্ষবরণ উদযাপন করা যাক বাড়িতেই।
2/10

বাড়ির বাইরে যখন করোনার সংক্রমণের আশঙ্কা। তখন বর্ষবরণ উদযাপন করুন বাড়িতেই আনন্দ করে। একা হোক কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে বসে চুটিয়ে কোনও পছন্দের সিনেমা দেখে ফেলুন।
3/10

হোটেল থেকে পছন্দের কোনও খাবার আনিয়ে এদিন বাড়ির সকলে মিলে একসঙ্গে জমিয়ে আড্ডা দিতে দিতে খেতে পারেন।
4/10

বর্ষবরণের মুহূর্ত উদযাপন করতে পারেন ঘর সাজিয়ে। মনের মতো করে সাজিয়ে ফেলুন বাড়িটাকে। ভোল বদলে দিন। নতুন বছরে যাঁরা বাড়িতে আসবেন চমকে যাবেন।
5/10

এই সময়টা বাইরে যখন হই হুল্লোড়ে মেতে উঠছে, তখন আপনি সময়টা কাটাতে পারেন বাড়ির বাচ্চাদের সঙ্গে কিংবা প্রিয়জনদের সঙ্গে বসে লুডো, দাবা কিংবা যেকোনও খেলার মাধ্যমে।
6/10

বাড়িতেই মিউজিক সিস্টেমে গান বাজিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে উপভোগ করুন। একেবারে পার্টির মতোই লাগবে। আবার সংক্রমণের আশঙ্কাও থাকবে না।
7/10

চকোলেট খেতে কে না ভালোবাসে। নতুন বছর পড়তেই আপনাকেও হয়তো উপহার দিতে হবে কিংবা এমনিই বাড়ির বাচ্চাদের জন্য বানিয়ে ফেলুন চকোলেট। রেসিপি আগেই আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
8/10

নিজেকে কিছুটা সময় দিন। সবার মাঝে থাকতে থাকতে হয়তো নিজকেই সময় দেওয়া হয় না। ভিড়ের মাঝে না গিয়ে নিজের জন্য এই সময়টা বেছে নিন।
9/10

টিভিত কিংবা মোবাইলে নানা জায়গায় বর্ষবরণের ভিডিও দেখতে পারেন। করোনা পরিস্থিতি কাটলে আমরাও আবার আগের জায়গায় ফিরে যাব। আর সকলের সঙ্গে বর্ষবরণ সেলিব্রেট করব।
10/10

বাড়ির ছোটদের জন্য নতুন বছরের বিভিন্ন গ্রিটিংস কার্ড বানিয়ে ফেলুন এই সময়টায়। সকালে উঠে বাচ্চাদের উপহার দিন। বড়দিনের মতো নতুন বছরেও সান্তাক্লজ এসেছে মনে হবে ওদের।
Published at : 31 Dec 2021 06:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
