এক্সপ্লোর
Aadhaar and PAN update: মৃত্যুর পর আধার-প্যান নিয়ে কী করা উচিত, জানে কি পরিবার ?
Aadhaar Card Pan Card Update: মৃত্যুর পরে কী ?
1/7

সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে চিন্তাধারা। Aadhaar ও PAN Card এখন কেবল পরিচয়পত্র বা আয়কর জমার নথি নয়। বর্তমানে এই দুই কার্ড ছাড়া বন্ধ হয়ে যায় অনেক কাজ। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আর্থিক লেনদেন, এখন সবেতেই প্রয়োজন দুই কার্ডের। আপনি কি কখনও ভেবে দেখেছেন, কারও মৃত্যুর পরে Aadhaar ও PAN Card-এর কী হয় ? জেনে নিন, কারও মৃত্যুর পরে এই দুই কার্ডের কী করবেন।
2/7

মৃত্যুর পর PAN Card দিয়ে কী করবেন ? ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account), ডিম্যাট অ্যাকাউন্ট (Demat Account) ও আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিল করার জন্য প্যান কার্ড হল সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। অতএব, এই ধরনের সমস্ত অ্যাকাউন্ট যেখানে প্যান কার্ড বাধ্যতামূলকভাবে প্রয়োজন, সেগুলি সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত তা রেখে দিতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আইটিআর ফাইল করার সময় প্যান কার্ড রাখা উচিত। আয়কর রিটার্ন দাখিল করা থেকে আইটি বিভাগের সব প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই কার্ড নিয়ে অবহেলা করা উচিত নয়।
Published at : 20 Nov 2021 05:57 PM (IST)
আরও দেখুন






















