এক্সপ্লোর
রাত পোহালেই কোপা ফাইনাল, রিষড়ার মিষ্টির দোকানেও ফুটবল জ্বর

কোপা ফাইনালের আগে রিষড়ার মিষ্টির দোকানে ফুটবল জ্বর
1/11

রাত পোহালেই কোপা ফাইনালের মহারণ। মারাকানায় মুখোমুখি ব্রাজিল-আর্জেন্তিনা। কোপা ফাইনালের সেই ফুটবল জ্বর হুগলির রিষড়ায়ও। (সব তথ্য ও ছবি অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়)
2/11

বাঙালি বরাবরই ফুটবল প্রেমী। আর একইসঙ্গে মিষ্টিও ভালবাসে বাঙালি। তাই এবার বাঙালির রসনা তৃপ্তির কথা মাথায় রেখেই ফুটবল প্রেমী বাঙালিদের জন্য মিষ্টিতেও অভিনবত্ব এনেছে রিষড়ার একটি মিষ্টির দোকান।
3/11

ব্রাজিল সমর্থকদের কথা মাথায় রেখে চির পরিচিত কমলাভোগ মিষ্টিতেও নতুন ডিজাইন করা হয়েছে। আর ব্ল্যাক কারেন্ট রসগোল্লা তৈরি করা হয়েছে আর্জেন্তিনার সমর্থকদের কথা ভেবে। সন্দেশের ক্ষেত্রে ম্যাঙ্গো ফ্লেভার সন্দেশ রয়েছে নেমার, ক্যাসেমিরোদের সমর্থকদের জন্য।
4/11

নতুন ধরণের মিষ্টির মধ্যে রয়েছে ম্যাঙ্গো চকলেট রোজ। যা ব্রাজিলের ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে। আবার ব্ল্যাক কারেন্ট চকলেট রোজ রয়েছে মেসি ভক্তদের জন্য।
5/11

প্রতিটা মিষ্টির দামই রয়েছে সাধারণের আয়ত্বের মধ্যে। মিষ্টিগুলোর দাম নির্ধারণ করা হয়েছে 10 থেকে 30 টাকার মধ্যে। এছাড়া গুজিয়ার মধ্যে নতুনত্ব আনা হয়েছে ব্রাজিল ও আর্জেন্তিনা ফুটবলপ্রমীদের কথা ভেবে।
6/11

শুধু মিষ্টির ভোলবদলই নয়, যারা দোকানে বসছেন তারাও প্রত্যেকে হয়ে উঠেছেন ব্রাজিল এবং আর্জেন্তিনা সমর্থক। কেউ পড়েছেন হলুদ জার্সি তো কেউ নীল-সাদা।
7/11

হুগলির রিষড়ার এই দোকানের পক্ষ থেকে অমিতাভ দে জানিয়েছেন, 'ফুটবল পাগল বাঙালিদের কথা মাথায় রেখেই এই ধরনের অভিনব উদ্যোগ নেয়া হয়েছে।'
8/11

ব্রাজিল মানেই হলুদ রঙয়ের আভা থাকবে। সাম্বা ছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে হলুদ রঙয়ের সন্দেশ বানানো হয়েছে।
9/11

প্রিয় ফুটবলারের খেলা দেখতে দেখতে আপনি চেখে দেখতে পারেন আপনার পছন্দের মিষ্টিও। ক্ষীর সন্দেশেও রয়েছে হলুদের ছোঁয়া।
10/11

নীল সাদা রঙয়ের চকলেট রোজ মিষ্টির চাহিদাও রয়েছে ভীষণ। নতুন ধরণের এই মিষ্টির স্বাদও অপূর্ব।
11/11

রসগোল্লা মানেই বাঙালির জিভে জল আসে। আপনি যদি বাঙালি হন, তবে অবশ্যই আপনি রসগোল্লা খেতে নিশ্চয় ভালবাসেন। সেদিকে খেয়ার রেখেই আর্জেন্তিনা সমর্থকদের কথা মাথায় রেখে নীল রঙয়ের রসগোল্লা বানানো হয়েছে।
Published at : 10 Jul 2021 05:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
