এক্সপ্লোর
Assam Earthquake: হেলে পড়েছে বহুতল, রাস্তায় চওড়া ফাটল, ভূমিকম্পে অসমের ক্ষয়ক্ষতির ছবি
অসমে ভূমিকম্প
1/9

আজ সাত সকালেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল অসম। প্রথম কম্পন তো বটেই, পরবর্তী একাধিক কম্পনে কাঁপল অসম। মেঘালয় ও উত্তর-পূর্বের বিভিন্ন অংশেও কম্পন অনুভূত হয়েছে। (ছবি-পিটিআই)
2/9

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে, এদিন সকাল ৭.৫১ টা নাগাদ অসমে ভূমিকম্প হয়। উৎসস্থল ছিল অসমের শোনিতপুর। মাটির দশ কিমি গভীরে তেজপুরের ৪৩ কিমি পশ্চিমে ছিল এই ভূমিকম্পের কেন্দ্র। (ছবি-পিটিআই)
Published at : 28 Apr 2021 03:33 PM (IST)
আরও দেখুন






















