এক্সপ্লোর
Protection against Lightning: বাজ পড়লে মোবাইল ব্যবহার নিরাপদ? বজ্রপাত থেকে বাঁচতে কী করবেন?

flash-3087117_1920
1/14

রাজ্যে প্রায় প্রত্যেকদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছেন বজ্রাঘাতে।
2/14

বজ্র-বিদ্যুৎপূর্ণ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীকে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। কী সেই নির্দেশিকা?
3/14

বজ্রপাতের সময় ঘরের ভিতর আশ্রয় নিন। সম্ভব হলে পাকা বাড়ির ভিতর আশ্রয় নিন।
4/14

খোলা জায়গায় অথবা মাঠে কাজ করার সময় আশ্রয়ের জায়গা না থাকলে যতটা সম্ভব নিচু ও গুটিসুটি হয়ে বসে পড়ুন। তবে মাটিতে শুয়ে পড়বেন না।
5/14

যদি যানবাহনের মধ্যে থাকেন, তাহলে জানালা তুলে দিন।
6/14

খোলা জায়গায় কোনও বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। গাছ থেকে কমপক্ষে ১৫ ফুট দূরে থাকুন।
7/14

ঝুলে থাকা অথবা ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরত্ব বজায় রাখুন।
8/14

জলাশয় থেকেও দূরে থাকতে হবে। মাছ ধরা বন্ধ রাখতে হবে।
9/14

ওভারহেড বৈদ্যুতিক তার এবং খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।
10/14

বজ্রপাতের সময় ছাতা ও ফোন ব্যবহার থেকে বিরত থাকুন।
11/14

ঘরের ভিতর বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
12/14

ছাদ, জানালা এবং বারান্দা থেকে দূরে থাকুন।
13/14

বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকুন।
14/14

বাড়িতে যথাযথ বজ্র নিরোধকের ব্যবস্থা করুন। তথ্য: পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দফতর
Published at : 09 Jun 2021 04:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
