এক্সপ্লোর
Aryan Khan Update: রেভ পার্টি থেকে গ্রেফতারের পর বাবার সঙ্গে সাক্ষাৎ, আরিয়ানকে দেখতে আর্থার রোড জেলে শাহরুখ

ফাইল ছবি
1/10

১৯ দিন পর জেলবন্দি ছেলের সঙ্গে দেখা শাহরুখের। ২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে, মাঝ সমুদ্রে কর্ডেলিয়া নামে প্রমোদ তরীতে চলছিল রেভ পার্টি। সেখানে হানা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। বলিউডের নামী অভিনেতার ছেলে-সহ ৮ জনকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে কোকেন, চরস, এমডিএম-এর মতো মাদক।
2/10

এনসিবি সূত্রে জানানো, অভিনেতা-পুত্র দাবি করেন, তাঁকে অতিথি হিসেবে ক্রুজ পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর নাম করেই ডাকা হয় অন্যদের। এনসিবি-র দাবি, শার্ট ও প্যান্টের সেলাই ও মহিলাদের পার্সের হ্যান্ডলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। তারকা-পুত্রের লেন্স বক্সের মধ্যে মাদক মেলে।
3/10

৩ অক্টোবর মাদকযোগে গ্রেফতার করা হয় বলিউডের সুপারস্টার শাহরুখ-পুত্র আরিয়ান খানকে। তাঁর বিরুদ্ধে মাদক সেবন, কেনাবেচার ধারায় মামলা রুজু করা হয়। সূত্রের খবর, ক্রুজে তল্লাশি চালিয়ে ২১ গ্রাম চরস, ১৩ গ্রাম কোকেন, ২২টি এমডিএমএ (MDMA/ecstasy) ট্যাবলেট, ৫ গ্রাম এমডি (mephedrone) ড্রাগ ও ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
4/10

৪ অক্টোবর তাঁকে আদালতে তোলা হয়। জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। ৭ তারিখ পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দেয় মুম্বইয়ে এসপ্ল্যানেড কোর্ট।
5/10

এনসিবি-এর তরফ থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে। তাঁদের ফোনও ফরেন্সিক টিমের তত্ত্বাবধানে। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য বাজেয়াপ্ত করা হয় ফোন।
6/10

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজত শেষের পরে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আরিয়ান-সহ ৮ অভিযুক্তকে জেল হেফাজতে পাঠায় মুম্বইয়ের কিলা কোর্ট।
7/10

মাদক কাণ্ডে গ্রেফতারির পর সম্প্রতি শাহরুখ-পুত্র আরিয়ান খানকে আর্থার রোড জেলের বিশেষ সেলে স্থানান্তরিত করা হয়। রিপোর্ট অনুযায়ী, আরিয়ান খানকে প্রাথমিকভাবে জেলের সাধারণ সেলে রাখা হয়েছিল। তবে এরপর তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তাঁকে বিশেষ ব্যারাকে পাঠানো হয়েছে যেখানে তাঁকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হবে।
8/10

গতকাল ফের শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দেয় আজ মুম্বইয়ের এনডিপিএসের বিশেষ আদালত।
9/10

আজ, বৃহস্পতিবার মাদককাণ্ডে জেলবন্দি ছেলের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ খান।
10/10

এদিন সকালে ছোট গাড়িতে, কয়েকজন নিরাপত্তা রক্ষী নিয়ে আর্থার রোড জেলে যান তিনি। নিয়ম মেনে জেলে ছিলেন মিনিট পনেরো। ঘটনার ১৯ দিন পর জেলবন্দি ছেলের সঙ্গে দেখা হল শাহরুখের।
Published at : 21 Oct 2021 10:03 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
