By : abp ananda | Updated at : 18 Jan 2022 03:52 PM (IST)
নকল চাঁদ
1/8
মহাকাশ বিজ্ঞানে নিজেদের ছাপ ফেলতে উঠেপড়ে লেগেছে চিন। গোটা বিশ্বকে চমকে দিয়ে কয়েক মাস আগেই কৃত্রিম সূর্য বানিয়েছিল শি জিনপিংয়ের দেশ। আর এবার কৃত্রিম চাঁদ তৈরি করে শোরগোল ফেলে দিয়েছে তারা।
2/8
মাধ্যাকর্ষণ নেই, তবে রয়েছে চৌম্বকিয় শক্তি। চাঁদে যাতায়াতকে উন্নত মানের করতেই এই ব্যবস্থা, এমনটাই জানা গিয়েছে। শক্তিশালী চৌম্বকীয় শক্তি ভ্যাকুউম চেম্বার তৈরি করা হয়েছে সেখানে।
3/8
অবিকল চাঁদের আবহাওয়া তৈরি করতেই এই ব্যবস্থা। নকল এই চাঁদ হবে ২ ফুটের। রাখা হচ্ছে ধুলো ও পাথরও। আর্টিফিশিয়াল গ্র্যাভিটির জন্য কীভাবে লেভিটেশন হয় তা পর্যবেক্ষণ করা হবে।
4/8
চেংদু শহরের উপর এই নকল চাঁদ 'জ্বলজ্বল' করবে, এমনটাই সূত্রের খবর। চাঁদে মানুষের বসতি স্থাপন করা যায় কি না তা নিয়ে এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করেছেন চৈনিক বিজ্ঞানীরা।
5/8
এই পরীক্ষা ও পর্যবেক্ষণ সফল হলে এর ভিত্তিতেই চাঁদে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে। চাপ ও তাপমাত্রা পরিবর্তন করেও দেখা হবে এই চাঁদে।
6/8
ডায়ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতির মাধ্যমে ব্যাঙের ওপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। এই পদ্ধতির মাধ্যমে ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরিয়ে তড়িৎ উৎপন্ন করা হয়।
7/8
চিনের লুনার রোভার চাঙ্গাইয়ের পরবর্তী চাঁদ মিশনে এটি পাঠানো হবে বলে খবর। ২০১৯ ও ২০২০ সালে চাঙ্গাই-৪ ও চাঙ্গাই-৫ পাঠিয়েছিল চিন।
8/8
চাঁদের মাটিতে মহাকাশচারী পাঠানোই মূল টার্গেট চিনের। আর তা ২০৩০ সালের মধ্যেই বাস্তবায়িত করতে চায় বেজিং। সেই লক্ষ্যেই এই নকল চাঁদের প্রস্তুতি।