এক্সপ্লোর
Ram Mandir Inauguration: চেক পয়েন্টে নাকা তল্লাশি, আকাশপথে নজরদারি, কড়া নিরাপত্তাব্যবস্থা অযোধ্যায়
Ram Mandir Security: আজ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্দির উদ্বোধনে ব্যবহার করা হবে বিভিন্ন জায়গার নদীর জল।
ছবি সৌজন্যে-পিটিআই
1/9

রাম মন্দির উদ্বোধনের আগে স্থলে, জলে, আকাশপথে চলছে নজরদারি। জনস্রোত রুখতে শনিবার রাত থেকেই অযোধ্যার সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে।
2/9

রাম মন্দিরে ঢোকার জন্য VVIP এবং অন্যান্য অতিথিদের আলাদা গেট তৈরি করা হয়েছে।
Published at : 22 Jan 2024 07:18 AM (IST)
আরও দেখুন


















