এক্সপ্লোর
Bihar Train Accident: বক্সারের কাছে বেলাইন নর্থ-ইস্ট সুপারফাস্ট! ফিরল বালেশ্বর-আতঙ্ক?
North East Express: বুধবার রাত ৯.৩৫ মিনিটে রঘুনাথপুর স্টেশনের কাছে সুপারফাস্ট ট্রেনটি লাইনচ্যুত হয়।
নিজস্ব চিত্র
1/10

বুধবার রাতে বিহারের বক্সারে দিল্লি-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়। ওই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং একাধিক যাত্রী আহত হয়েছে।
2/10

রাত ৯টা ৩৫ মিনিটে রঘুনাথপুর স্টেশনের কাছে সুপারফাস্ট ট্রেনটি লাইনচ্যুত হয়। রিপোর্ট অনুযায়ী, কমপক্ষে দুটি এসি থ্রি টিয়ার কোচ ছিটকে পড়ে এবং আরও বেশ কয়েকটি কোচ ট্র্যাক থেকে লাফিয়ে পড়ে।
Published at : 12 Oct 2023 06:46 AM (IST)
আরও দেখুন






















