এক্সপ্লোর
Chenab Bridge:আইফেল টাওয়ারের থেকেও উঁচু,ভূমিকম্পেও অটল,বিস্ফোরণেও থাকবে ঘাড় শক্ত! কাশ্মীরের চেনাব সেতু কেন অনন্য?
নির্মাতাদের দাবি, রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হলেও , তা টলাতে পারবে না চেনাব সেতুকে। এমনকী নাশকতার শিকার হবে না এই সেতু।
চন্দ্রভাগা নদীর ওপর উচ্চতম আর্চ রেল ব্রিজ উদ্বোধন মোদির
1/8

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আজ প্রথমবার জম্মু কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের সর্বোচ্চ আর্চ রেলসেতু, চেনাব সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধন হল দেশের প্রথম কেবল রেলসেতু অঞ্জী ব্রিজের। নানা দিক থেকে এই সেতুর বিশেষ গুরুত্ব রয়েছে।
2/8

এটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। চেনাব সেতু ২৭২ কিলোমিটার দীর্ঘ । জম্মু ও শ্রীনগরের সংযোগকারী হিসেবে কাজ করবে এই সেতু। এই সেতু ব্যবহার করে ৩ ঘণ্টাতেই পৌঁছনো যাবে কাটরা থেকে শ্রীনগর। যা এক কথায় অবিশ্বাস্য ।
Published at : 06 Jun 2025 01:56 PM (IST)
আরও দেখুন






















