এক্সপ্লোর
Commodity Prices: ৫০ বছরে সর্বোচ্চ দর বৃদ্ধি পণ্যের, কোন কোন দ্রব্য মহার্ঘ হল?
shopping-g9c6ed5644_1920
1/7

রাশিয়া ইউক্রেন যুদ্ধের আঁচ এবার জীবনযাপনেও। রক্তক্ষয়ী সংঘর্ষ প্রাণ যেমন কেড়েছে, তেমন এই রেশ পড়েছে প্রতিদিনের জীবনযুদ্ধেও। বেশ কিছু পণ্যের দাম বেড়েছে রেকর্ড হারে। কোনও নির্দিষ্ট দেশ নয়। বিশ্ববাজারে এই বৃদ্ধি হয়েছে।
2/7

তেলের দাম বেড়েছে আগেই। এর পাশাপাশি নিকেল, অ্যালুমিনিয়াম এবং গমের দামও বেড়েছে। সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে কাঁচামালের দামও বেড়েছে অনেকটাই।
Published at : 05 Mar 2022 03:41 PM (IST)
আরও দেখুন






















