এক্সপ্লোর
Commodity Prices: ৫০ বছরে সর্বোচ্চ দর বৃদ্ধি পণ্যের, কোন কোন দ্রব্য মহার্ঘ হল?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/48f5014235f47c18b2e3ccb6a29cca1d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
shopping-g9c6ed5644_1920
1/7
![রাশিয়া ইউক্রেন যুদ্ধের আঁচ এবার জীবনযাপনেও। রক্তক্ষয়ী সংঘর্ষ প্রাণ যেমন কেড়েছে, তেমন এই রেশ পড়েছে প্রতিদিনের জীবনযুদ্ধেও। বেশ কিছু পণ্যের দাম বেড়েছে রেকর্ড হারে। কোনও নির্দিষ্ট দেশ নয়। বিশ্ববাজারে এই বৃদ্ধি হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/7ff189b0201d1aaf8965289cf68f2343b95fe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাশিয়া ইউক্রেন যুদ্ধের আঁচ এবার জীবনযাপনেও। রক্তক্ষয়ী সংঘর্ষ প্রাণ যেমন কেড়েছে, তেমন এই রেশ পড়েছে প্রতিদিনের জীবনযুদ্ধেও। বেশ কিছু পণ্যের দাম বেড়েছে রেকর্ড হারে। কোনও নির্দিষ্ট দেশ নয়। বিশ্ববাজারে এই বৃদ্ধি হয়েছে।
2/7
![তেলের দাম বেড়েছে আগেই। এর পাশাপাশি নিকেল, অ্যালুমিনিয়াম এবং গমের দামও বেড়েছে। সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে কাঁচামালের দামও বেড়েছে অনেকটাই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/c9aab0a18f4f97672d20b4df8638a31285dd1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তেলের দাম বেড়েছে আগেই। এর পাশাপাশি নিকেল, অ্যালুমিনিয়াম এবং গমের দামও বেড়েছে। সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে কাঁচামালের দামও বেড়েছে অনেকটাই।
3/7
![এই দাম বৃদ্ধি সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। ১৯৭৪ সালের পর ফের চলতি বছরে এমনটা দেখা গেল। বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়াতেই অন্যান্য পণ্যের দামও আকাশছোঁয়া হয়েছে বলে মত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/1e96a631deca0eb61c897c90f98b401b9b6d8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই দাম বৃদ্ধি সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। ১৯৭৪ সালের পর ফের চলতি বছরে এমনটা দেখা গেল। বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়াতেই অন্যান্য পণ্যের দামও আকাশছোঁয়া হয়েছে বলে মত।
4/7
![শুক্রবার যে ট্রেন্ড ছিল তা অনুযায়ী, গমের দাম বেড়েছে ৪১ শতাংশ, প্যালাডিয়ামের দাম বেড়েছে ১৮ শতাংশ, ভুট্টার দাম বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ, অ্যালুমিনিয়াম ১৩ শতাংশ, সোনা ৩ শতাংশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/94b2d3429f03331c35fc5a83381db22c7d3bf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুক্রবার যে ট্রেন্ড ছিল তা অনুযায়ী, গমের দাম বেড়েছে ৪১ শতাংশ, প্যালাডিয়ামের দাম বেড়েছে ১৮ শতাংশ, ভুট্টার দাম বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ, অ্যালুমিনিয়াম ১৩ শতাংশ, সোনা ৩ শতাংশ।
5/7
![রাশিয়া খনিজ এবং শস্যর ক্ষেত্রে রফতানি নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিশ্ববাজারে চাহিদা বেড়েছে। বৃদ্ধি পেয়েছে মূল্যও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/d5dbb5eef3d51d477252990950d1a8d781e50.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাশিয়া খনিজ এবং শস্যর ক্ষেত্রে রফতানি নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিশ্ববাজারে চাহিদা বেড়েছে। বৃদ্ধি পেয়েছে মূল্যও।
6/7
![ব্যবসায়ী, ব্যাঙ্ক এবং জাহাজ ব্যবসায়ীরা বর্তমানে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে। এর কারণ হল ব্যাঙ্ক সমস্যা। যেহেতু রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলি লেনদেন বন্ধ করেছে তাই আর রিস্ক নিচ্ছেন না ব্যবসায়ীরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/c89b9af3a30f771e12db04cacf05134c2d340.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্যবসায়ী, ব্যাঙ্ক এবং জাহাজ ব্যবসায়ীরা বর্তমানে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে। এর কারণ হল ব্যাঙ্ক সমস্যা। যেহেতু রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলি লেনদেন বন্ধ করেছে তাই আর রিস্ক নিচ্ছেন না ব্যবসায়ীরা।
7/7
![তেলের দাম বেড়েছে প্রায় ৫.৭ শতাংশ। এই সপ্তাহেই প্রায় ২২ শতাংশ বেড়েছে তেলের দাম। নিউক্লিয়ার প্লান্টে হামলায় এই দাম বেড়েছে অনেকটাই, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/aad7753d26c3d2782c4b86140be98e6df77df.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তেলের দাম বেড়েছে প্রায় ৫.৭ শতাংশ। এই সপ্তাহেই প্রায় ২২ শতাংশ বেড়েছে তেলের দাম। নিউক্লিয়ার প্লান্টে হামলায় এই দাম বেড়েছে অনেকটাই, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
Published at : 05 Mar 2022 03:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)