এক্সপ্লোর
Corona Delta Plus Variant: তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ডেল্টা প্লাসে, কোভিডের এই নতুন ভ্যারিয়্যান্ট সম্পর্কে রইল বিস্তারিত
Corona_grafiti
1/12

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ওঠার মাঝেই ভারতের করোনাচিত্র নিয়ে ফের নতুন আশঙ্কা। যার নাম ডেল্টা প্লাস।
2/12

করোনার এই নতুন প্রকারভেদেই আশঙ্কা দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার। ইতিমধ্যে বিশ্বের ৮০ দেশে খোঁজ মিলেছে যে ভ্যারিয়্যান্টের।
3/12

ডেল্টা ভ্যারিয়্যান্ট (B.1.617.2) আরও একবার মিউটেড (K417N) হয়েছে ডেল্টা প্লাস।
4/12

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পোর্তুগাল, সুইৎজারল্যান্ড, রাশিয়া, জাপানের পর এবার ভারতেরও তিন রাজ্যে পাওয়া গিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট।
5/12

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে কোভিড ভাইরাসের যে নতুন প্রকারভেদকে ইতিমধ্যে 'চিন্তার কারণ' হিসেবেই ঘোষণা করে সতর্ক করা হয়েছে।
6/12

মধ্যপ্রদেশ, কেরলের পর মহারাষ্ট্রে পাওয়া গিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের নতুন স্ট্রেন, যা তৃতীয় ঢেউ আনতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল মহারাষ্ট্র সরকার।
7/12

ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টটি ৩৫ থেকে ৬০ গুণ বেশি সংক্রামক বলেই জানিয়েছে এইমসের বায়োকেমিস্ট্রি বিভাগ।
8/12

করোনাবিধিতে ঢিলেমি দেওয়ার কারণেই ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন এইমস অধিকর্তা রণদীপ গুলেরিয়া।
9/12

নতুন এই কোভিড ভ্যারিয়্যান্টের জিনোম সিকোয়েন্স বুঝতে ইসাকগ ল্যাবে ইতিমধ্যে দ্রুত পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়ে গিয়েছে।
10/12

বৈজ্ঞানিকরা বলছেন, করোনার প্রাথমিক ভাইরাস থেকে প্রায় ১৩ থেকে ১৫ বার মিউটেশন বা অভিযোজনের পর এই অতি সংক্রামক ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টটি রূপান্তিরিত হয়েছে।
11/12

তথ্য জানাচ্ছে, চলতি বছরের মার্চ মাসে ইউরোপে প্রথম এই ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের প্রকারভেদ ধরা পড়েছিল।
12/12

বিধি নিষেধ আলগা করা হলেও তাই নতুন আশঙ্কার ভ্যারিয়্যান্টের খোঁজ মেলায় কোভিড সতর্কতাগুলো যথেষ্ট গুরুত্ব দিয়েই পালন করা প্রয়োজন বলে মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকরা।
Published at : 23 Jun 2021 09:44 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















