এক্সপ্লোর
Rainfall in Kolkata: কলকাতা থেকে জেলায় অবিরাম বৃষ্টির জের, বাড়ল জলস্তর, ডুবল সেতু
ফাইল ছবি
1/5

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর আজ সকালেও জলমগ্ন। জল জমে রয়েছে জরুরি বিভাগ, মেল মেডিক্যাল ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায়। ইংরেজবাজার পুরসভা ও মেডিক্যাল কলেজের তরফে জল বের করার চেষ্টা চলছে। ঘূর্ণিঝড় ইয়াসের পর প্রবল বৃষ্টিতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এই অবস্থা।
2/5

টানা বৃষ্টিতে অজয় নদীতে আচমকাই বেড়েছে জলস্তর। ভেসে গেছে বীরভূমের পারসুন্দি এবং বর্ধমানের চুরুলিয়ার মধ্যে যোগাযোগের সেতু। চরম সঙ্কটে এলাকার মানুষ। ডোবা সেতু দিয়ে রীতিমতো ঝুঁকি নিয়ে পারপার করতে হচ্ছে সবাইকে। স্থানীয়দের অভিযোগ, ভারী বর্ষা বা নিম্নচাপে ফি বছর ভেসে যায় এই সেতু। আবেদন জানানো হলেও, হয় না কোনও সুরাহা।
Published at : 28 May 2021 01:41 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















