এক্সপ্লোর
EPFO Investment: আদানির দুই সংস্থায় EPFO-র টাকা! ফের প্রশ্নের মুখে সরকার, 'মোদানি' তোপ বিরোধীদের
Adani Group: শুধুমাত্র LIC বা SBI নয়, EPFO-র তরফেও আদানি গোষ্ঠীতে বিপুল টাকা বিনিয়োগ হয়েছে বলে সামনে এল দাবি। প্রত্যক্ষ ভাবে বিনিয়োগ হয়নি বলে দাবি কর্তৃপক্ষের।
আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করে চলেছে EPFO!
1/10

ভারতী জীবন বিমা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর এ বার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের বিনিয়োগ ঘিরে বিতর্ক। হিন্ডেনবার্গ রিপোর্টের পরও আদানি গোষ্ঠীতে EPFO-র তরফে বিনিয়োগ অব্যাহত বলে অভিযোগ। আদানি গোষ্ঠীর দুই সংস্থা, আদানি পোর্টস এবং আদানি এন্টারপ্রাইজেস-এ EPFO-র বিনিয়োগ চলছে বলে খবর।
2/10

চলতি সপ্তাহেই বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে EPFO-র বৈঠক চলছে। সেখানে চলছে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। তার মধ্যেই আদানি গোষ্ঠীতে বিনিয়োগের খবর সামনে এল। এমনকি এ বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত আদানি গোষ্ঠী থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা EPFO-র নেই বলে জানা গিয়েছে।
Published at : 28 Mar 2023 03:06 PM (IST)
আরও দেখুন






















