এক্সপ্লোর
Visa Free Countries for Indians: বিদেশভ্রমণে বিশেষ সুবিধা ভারতীয়দের, কম খরচে একাধিক দেশ দেখার সুযোগ
Indian Passport: ভিসার আবেদনের ঝামেলা নেই। নিশ্চিন্তে রওনা দিতে পারেন বিদেশভ্রমণে। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

এক জীবনে বিশ্বভ্রমণের স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু স্বপ্ন দেখা আর বেরিয়ে পড়ার মধ্যে অনেক ফারাক। খরচের কথা ভেবেই পিছিয়ে আসতে হয় আমাদের। ছবি: পিক্সাবে।
2/10

পকেটের জোর রয়েছে যাঁদের, তাঁরা যদিও চাইলেই বেরিয়ে পড়তে পারেন। একবারের যাত্রায় কয়েক লক্ষ টাকা খরচ করা কোনও ব্যাপারই নয় তাঁদের কাছে। ছবি: পিক্সাবে।
Published at : 11 Jan 2024 06:41 PM (IST)
আরও দেখুন






















